বেসিন রিজার্ভে ভারতীয় দলের প্রত্যাবর্তনের স্বপ্ন ফের ধাক্কা খেল। বল হাতে ভারতীয় ইনিংসকে ভাঙার পর ব্য়াট হাতেও ভেলকি দেখিয়ে গেলেন কাইল জামেসন। অষ্টম উইকেটে কলিন গ্র্যান্ডহোমেরর সঙ্গে ব্যাট হাতে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে গেলেন তিনি। জামেসনের ৪৫ বলে ৪৪ এবং ট্রেন্ট বোল্টের ২৪ বলে ৩৮ রান নিউজিল্যান্ডের ইনিংসকে ৩৪৮ পর্যন্ত টেনে নিয়ে গেল। কলিন গ্র্যান্ডহোম করে গেলেন ৪৪ রান রান। প্রথম ইনিংসেই ভারত পিছিয়ে পড়ল ১৮৩ রানে।
বেসিন রিজার্ভে ব্য়াট করতে নেমে শুরুতেই আবার উইকেট হারিয়েছে ভারত। শুরুতেই পৃথ্বী শ (৩০ বলে ১৪)-কে ফিরিয়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ট। ক্রিজে ব্যাটিং করছেন মায়াঙ্ক আগারওয়াল (১৯) ও চেতেশ্বর পূজারা (৩)। সর্বশেষ আপডেট অনুযায়ী ভারত এখনও ১৪৭ রানে পিছিয়ে রয়েছে।
গতকাল ৫১ রানের লিড নিয়েছিল কিউয়িরা। ক্রিজে ব্যাটিং করছিলেন ওয়াটলিং ও কলিন গ্র্যান্ডহোম। তৃতীয় দিন শুরুতেই ২০ বলের ব্য়বধানে জোড়া ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছিল ভারত। ওয়াটলিং ও সাউদি ফিরে যাওয়ার পরে ২২৫-৭ হয়ে গিয়েছিল ব্ল্য়াক ক্যাপসরা।
সেখান থেকে লোয়ার অর্ডার একপ্রস্থ চাপে রেখে দেয় ভারতকে। জামেসন, কলিন গ্র্যান্ডহোম এবং ট্রেন্ট বোল্ট স্কোরবোর্ডে আরও রান যোগ করে ভারতকে চাপে রাখার কাজ করে যান। জামেসনের ৪৪ নিউজিল্য়ান্ডের অভিষেককারী নয় নম্বর ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান।
ভারতের বোলিং নিয়ে দুঃশ্চিন্তা থাকছেই। এদিন দিনের প্রথম ৫ ওভারে মহম্মদ শামি খরচ করলেন ২৫ রান। টেস্ট সিরিজে বল হাতে শামি এখনও সেভাবে দাগ কাটতে পারেননি। সঠিন লাইন লেংথ এখনও খুঁজে চলেছেন তিনি।
ইশান্ত শর্মা একা ৫ উইকেট নিয়ে প্রথম ইনিংস শেষ করলেন। ইশান্তের পাশাপাশি ভারতের স্বান্ত্বনা পুরস্কার একটাই। বিজে ওয়াটলিংকে আউট করলেন বুমরা। নিউজিল্য়ান্ডে উইকেট খরা কাটালেন তিনি।
বিশাল রানের ঘাটতি পূরণ করে দ্বিতীয় ইনিংসে ভারত কতদূর টানতে পারে, সেটাই আপাতত দেখার। তৃতীয় দিনেই ভারতীয় শিবিরে হারের শঙ্কা।
ভারতীয় স্কোয়াড- বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি ও ইশান্ত শর্মা।
নিউজিল্যান্ড স্কোয়াড- কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, ডারেল মিচেল, টম ব্লান্ডেল, টম ল্যাথাম, বিজে ওয়াটলিং, ট্রেন্ট বোল্ট, কাইল জামেসন, আজাজ প্যাটেল, টিম সাউদি, নীল ওয়াগনার এবং ম্যাট হেনরি।