Advertisment

ধোনির শহরে ভারতীয় দলে আজ বড়সড় পরিবর্তন! IPL তারকাকে সুযোগ দিচ্ছেন রোহিতরা

প্রথম ম্যাচে দারুণ জয়ে সিরিজে এগিয়ে গিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। এবার দ্বিতীয় টি২০-তে জিতে সিরিজ দখল করার লড়াইয়ে ভারত।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দ্রাবিড়-রোহিত জমানার শুভ সূচনা ঘটেছে জয়পুরে। নিউজিল্যান্ডকে প্ৰথম টি২০-তেই পাঁচ উইকেটে হারিয়ে বাজিমাত করেছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের ১৬৪/৬ তোলার পরে ভারত লক্ষ্যে পৌঁছেছে হাতে দু-বল নিয়ে।

Advertisment

কিউয়িদের ওয়ার্ল্ড কাপ হিরো ড্যারেল মিচেল প্ৰথম ম্যাচেই শূন্য রানে আউট হয়ে যান। তবে দ্বিতীয় উইকেটে মার্টিন গাপটিল এবং মার্ক চ্যাপম্যান ১০৯ রানের পার্টনারশিপ গড়ে যান। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে মার্ক চ্যাপম্যানকে তিন নম্বরে নামানো হয়েছিল। সেই সুযোগের সদ্ব্যবহার করে ৬৩ করে যান তারকা। গাপটিল ৪২ বলে দুরন্ত ৭০ করে যান।

আরও পড়ুন: দ্রাবিড় নন, হেড কোচ হিসেবে সৌরভদের পছন্দ ছিল বিশ্বকাপজয়ী এই অজি ক্যাপ্টেন

ভারতের হয়ে ব্যাট হাতে ধামাকা দেখিয়ে যান সূর্যকুমার যাদব। ভারতের প্রথম একাদশে কড়া প্রতিদ্বন্দ্বিতা। সূর্যকুমার টিম ম্যানেজমেন্টকে আস্থা জুগিয়ে ৬২ রানের ম্যাচ বাঁচানো ইনিংস উপহার দিয়ে যান। পূর্ণ সময়ের নেতৃত্বের দায়িত্ব পেয়ে প্রথমবার ব্যাট করতে নেমে রোহিত শর্মাও গুরুত্বপূর্ণ ৪৮ করেন।

প্ৰথম ম্যাচের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ম্যাচে এবার দুই দল মুখোমুখি রাঁচিতে। ধোনির শহরে শুক্রবার হারলেই সিরিজ খুঁইয়ে ফেলবে কিউয়িরা। ভারতও ২-০ করার লক্ষ্যে ঝাঁপাবে।

পিচ:

বলা হচ্ছে ব্যাটিং স্বর্গ। ব্যাটসম্যানরাই সুবিধা পাবে রাঁচিতে। এর আগে মাত্র দুটো টি২০ ম্যাচ খেলা হয়েছে রাঁচির এই ভেন্যুতে। স্পিনাররাও পরের দিকে সাহায্য পাবেন।

আরও পড়ুন: আঙুলে চোট লাগার পরেই সিরাজকে সপাটে থাপ্পড় রোহিতের! তুলকালাম ড্রেসিংরুম, রইল ভিডিও

Playing Combinations for India and New Zealand

ভারত: জয়ী ম্যাচের একাদশই কার্যত অপরিবর্তিত রাখতে চলেছে টিম ইন্ডিয়া। মহম্মদ সিরাজ আগের ম্যাচে শেষ ওভারে বোলিং করার সময়ে স্যান্টনারের হাঁকানো শট বাঁচাতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন। তাঁর বদলে আবেশ খান অথবা হর্ষল প্যাটেলকে প্ৰথম এগারোয় দেখা যেতে পারে। বাকি দল একই থাকবে।

নিউজিল্যান্ড: কিউয়ি একাদশে দুটো পরিবর্তন ঘটতে পারে। অধিনায়ক টিম সাউদি প্লেয়ারদের পর্যাপ্ত বিশ্রাম দিয়ে খেলানোর পক্ষপাতী। আগের ম্যাচে টড আশলে ৩ ওভারে ৩৪ রান বিলিয়েছিলেন। কোনও উইকেটও নিতে পারেননি। তার পরিবর্তে কিউয়ি একাদশে ইশ সোধিকে নামানো হতে পারে। এছাড়া রাচিন রবীন্দ্রকে বসিয়ে প্ৰথম একাদশে ফেরানো হতে পারে জিমি নিশামকে।

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল/ আবেশ খান

নিউজিল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ:

মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Indian Team New Zealand
Advertisment