Advertisment

আজাজের কীর্তিতে ম্লান ৪১ বছরের পুরনো রেকর্ড! সেরার সিংহাসনে কিউয়ি স্পিনার

ইয়ান বোথামের রেকর্ড ভেঙে দিলেন কিউয়ি স্পিনার আজাজ প্যাটেল। দল অবশ্য হারার মুখে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ওয়াংখেড়ে স্টেডিয়ামে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। প্রথম ইনিংসে ভারতের ১০ উইকেট শিকার করার পরে আজাজ প্যাটেলের দ্বিতীয় ইনিংসে শিকার ৪ জন। সবমিলিয়ে দুই ইনিংসে ১৪ উইকেট শিকার করে বিরল নজির গড়ে ফেললেন তিনি।

Advertisment

মুম্বই টেস্টে দুই ইনিংসে আজাজের বোলিং ফিগার ২২৫/১৪। ভারতের বিরুদ্ধে টেস্টে কোনও বোলারের এটাই সেরা পারফরম্যান্স। এর আগে এই কীর্তি ছিল ইয়ান বোথামের। ১৯৮০ সালে তিনি ভারতের বিরুদ্ধে দুই ইনিংসে ১১৩ রানের বিনিময়ে ১৩ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে বোথামের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ভারতকে ১০ উইকেটে হারায় ইংল্যান্ড। রবিবার সেই কীর্তিকেও ছাপিয়ে গেলেন আজাজ প্যাটেল।

আরও পড়ুন: বল হাতে অশ্বিনের অত্যাচার অব্যাহত! কিউয়িদের দুমড়ে মুচড়ে জয়ের পথে ভারত

বোথামের সঙ্গে স্বদেশীয় ড্যানিয়েল ভেট্টোরির রেকর্ডও ভাঙলেন আজাজ। টেস্টে নিউজিল্যান্ডের সেরা বোলিং পারফরম্যান্স এখনও স্যার রিচার্ড হ্যাডলির দখলে। গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাডলির ১২৩/১৫ এখনও কিউয়িদের সেরা বোলিং পারফরম্যান্স। তারপরেই আজাজ প্যাটেলের মুম্বইয়ের রেকর্ড গড়া পরিসংখ্যান। পিছনে ফেললেন ড্যানিয়েল ভেট্টোরির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৯/১২ রানের পরিসংখ্যানকে।

ঘটনাচক্রে আজাজের বোলিং পারফরম্যান্স আইকনিক ওয়াংখেড়ের ইতিহাসে সেরা। তিনি পিছনে ফেললেন স্বয়ং ইয়ান বোথামকে। ওয়াংখেড়েতে ভারতীয়দের মধ্যে সেরা বোলিংয়ের নজির রবিচন্দ্রন অশ্বিনের। ২০১৬-য় ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট দখল করেছিলেন তারকা স্পিনার।

আজাজ প্যাটেলের মহাকীর্তি স্বত্ত্বেও হারের মুখে নিউজিল্যান্ড। মুম্বই টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ড দিনের শেষে ১৪০/৫।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Indian Team New Zealand
Advertisment