Advertisment

দ্রাবিড়ের দেখানো পথে কোহলিরাও দিলেন ৩৫ হাজার! নতুন দিন ভারতীয় ক্রিকেটে

গ্রিনপার্কে প্ৰথম টেস্টে এর আগে কোচ রাহুল দ্রাবিড় মাঠকর্মীদের জন্য ৩৫ হাজার টাকা উপহার তুলে দিয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কানপুরের ট্র্যাডিশন মুম্বইয়েও বজায় রাখল টিম ইন্ডিয়া। গ্রিনপার্কের মাঠকর্মীদের উৎসাহিত করতে নিজের বেতন থেকে ৩৫ হাজার টাকা উপহার দিয়েছিলেন কোচ দ্রাবিড়। কোচের দেখানো পথে হাঁটল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে ৩৭২ রানে উড়িয়ে দিয়ে ভারত ওয়াংখেড়ের মাঠকর্মীদের ৩৫ হাজার টাকা উপহার দিলেন কোহলিরা।

Advertisment

আন্ডারপ্রিপেয়ার্ড ঘূর্ণি পিচের প্রচলন রয়েছে ভারতে। এর আগে একাধিকবার ভারতের টেস্ট পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কোচ হওয়ার পরে এই নীতিতে বদল আনতে চাইছেন দ্রাবিড়। চেনা ঘূর্ণি পিচ নয়, বরং স্পোর্টিং পিচেই সফরকারী দলকে নাস্তানাবুদ করতে চায় দ্রাবিড়ের ভারত।

সেই নীতি মেনেই গ্রিনপার্কের পরে ওয়াংখেড়ের বরাবর টাট্টু ঘূর্ণি পিচে বদল আনা হয়েছে। পেসারদের সঙ্গে স্পিনাররাও সুবিধে পেয়েছেন। প্রয়োগ ক্ষমতা দেখাতে পারলে ব্যাটসম্যানরাও রান পেয়েছেন। আর স্পোর্টিং উইকেট তৈরি করার জন্য দ্রাবিড় মাঠকর্মীদের উৎসাহ দেওয়ার পন্থা নিয়েছেন। সেই দেখানো পথেই এবার মাঠকর্মীদের মিলল কোহলিদের স্বীকৃতি।

আরও পড়ুন: রিটেনশনে মহা-ভুল হয়ে গিয়েছে! কীভাবে প্রায়শ্চিত্ত করবে KKR, চিন্তায় শাহরুখরা

কোচ হয়েই ভারতকে টি২০-র পরে টেস্ট সিরিজ জেতালেন দ্রাবিড়। ঐতিহাসিক জয়ের পরে কিংবদন্তি ব্যক্তিত্ব বলে দিয়েছেন, "জয় দিয়ে সিরিজ শেষ করতে পারাটা বেশ ভাল। কানপুরে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছিল। শেষ উইকেট তুলতে পারিনি আমরা। ক্রিকেটারদের কৃতিত্ব দিতেই হবে। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে হতাশা ঝেড়ে ফেলে মুম্বইয়ে জয় ছিনিয়ে নিয়েছে ওঁরা। দলের বেশ কিছু সিনিয়র খেলছে না। তাঁদের বদলে তরুণরা পারফর্ম করেছে। সুযোগের সদ্ব্যবহার করেছে। জয়ন্ত গতকাল মুশকিলে পড়েছিল।।এদিন সকালে নিজেকে মেলে ধরেছে। অনেকেই নিয়মিত টেস্ট খেলার সুযোগ পায়না। তবে শ্রেয়স আইয়ার, মায়াঙ্ক আগারওয়াল, অক্ষর প্যাটেলদের পারফর্ম করতে দেখে খুব ভাল লাগছে।"

"সিরিজে একাধিকবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন দল পিছিয়ে পড়েছে। সেখান থেকে দলকে প্রত্যাবর্তন ঘটাতে হয়েছে। দলকে এই জন্য কৃতিত্ব দিতেই হবে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Indian Team New Zealand
Advertisment