ভারত-নিউজিল্যান্ড সিরিজ শেষ। চরম প্রতিদ্বন্দিতাপূর্ণ সিরিজে ১-০ জয়লাভ করেছে ভারত। তবে আম্পায়াররা বারেবারেই শিরোনামে উঠে এসেছেন। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে। একাধিকবার ডিআরএসে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে।
কানপুরে প্ৰথম টেস্টেই আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্তে প্ৰশ্ন উঠে গিয়েছিল। দ্বিতীয় টেস্টে আম্পায়ারিংয়ের মান আরও খারাপ হয়েছে। টেস্টের একসময়ে কোহলি আম্পায়ারকে বিদ্রুপও করে বসেন। সেই ভিডিওই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: রিটেনশনে মহা-ভুল হয়ে গিয়েছে! কীভাবে প্রায়শ্চিত্ত করবে KKR, চিন্তায় শাহরুখরা
কোহলি নিজে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে প্ৰথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। হতাশ কোহলি একসময় মাঠেই আম্পায়ারকে চূড়ান্ত তাচ্ছিল্য করেন। স্ট্যাম্প মাইকে কোহলিকে বলতে শোনা যায়, "আরে এঁরা যে কী করছে! আপনারা এদিকে আসুন, আমি আপনাদের জায়গায় যাচ্ছি।"
তৃতীয় দিনে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৬তম ওভারের ঘটনা। অক্ষর প্যাটেলের ফুল টস বল রস টেলর কানেক্ট করতে না পারার পরে ঋদ্ধিমান সাহাও সংগ্রহ করতে পারেননি। বল বাউন্ডারি হয়ে যায়। তবে সকলকে অবাক করে আম্পায়ার বাই রানের সিগন্যাল না দিয়ে ব্যাটসম্যানের খাতায় রান দেন। আম্পায়ারের ধারণা বল ব্যাটসম্যানের ব্যাটের কানায় লেগে থাকতে পারে।
আরও পড়ুন: মুম্বইয়ের এই তারকাকে পেতে ঝাঁপাচ্ছে কোহলির RCB! IPL নিলাম ঘিরে উত্তেজনা তুঙ্গে
আম্পায়ারের এমন সিদ্ধান্তে তাজ্জব হয়ে যান কোহলি। ক্ষুব্ধ হয়ে নিজেদের জায়গা বদল করার পরামর্শ দেন। এমনকি অবাক হয়ে যান বোলার অক্ষর প্যাটেলও। ব্যঙ্গাত্মক হাসি দেখা যায় অক্ষরের গালেও।
সোশ্যাল মিডিয়াতেও আম্পায়ারের সমালোচনায় সরব হন নেটিজেনরা। ভারত একতরফাভাবে ম্যাচ জিতলেও টানটান ম্যাচে আম্পায়ারের ছোটখাটো সিদ্ধান্তই ফলাফল বদলে দিতে পারে।
ভারত দ্বিতীয় টেস্ট মাত্র সাড়ে তিনদিন খতম করে জিতেছে। রবিবার কিউয়িদের দ্বিতীয় ইনিংসের পাঁচজন আউট হয়ে যাওয়ার পরে ভারতের জয় ছিল সময়ের অপেক্ষা। সোমবার প্রথম ঘন্টাতেই পাঁচ উইকেট তুলে অন্যতম বৃহত্তম টেস্ট জয় তুলে নেন কোহলিরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন