রবিবার শেষ টি২০-তে ভারতীয় ইনিংসের শেষ দিকে ইডেন গার্ডেন্স মাতিয়ে দিল দীপক চাহার, হর্ষল প্যাটেলের ঝোড়ো ক্যামিও ইনিংস। মিডল অর্ডারে মাঝে পরপর উইকেট হারিয়ে ভারত যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে দুই আইয়ার- ভেঙ্কটেশ এবং শ্রেয়স জাতীয় দলকে সাময়িকভাবে উদ্ধার করার পরে মাঠে ছক্কার ঝড় তোলেন হর্ষল, দীপক।
আর টেলএন্ডাররা ব্যাট হাতে এভাবে জ্বলে ওঠার পরে ডাগ আউটে বসেই ক্যাপ্টেন রোহিতকে বাহবা দিতে দেখা গেল। এর মধ্যে এডাম মিলনের শেষ ওভারে বিশাল ছক্কা হাঁকান দীপক চাহার। কিউয়ি স্পিডস্টারের লেন্থ বল সপাটে লং অন বাউন্ডারির বাইরে ফেলে দেন ভারতীয় তারকা। বিশাল ছক্কায় আপ্লুত হয়ে ওঠেন ক্যাপ্টেনও। ক্যামেরায় দেখা যায় রোহিত শর্মা স্যালুট করছেন চাহারকে।
আরও পড়ুন: একহাতে অবিশ্বাস্য ক্যাচ! ইডেনের হৃদয় ভেঙে এভাবেই আউট রোহিত, দেখুন ভিডিও
চাহার শেষ পর্যন্ত ৮ বলে ২১ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে যান। ভারত ১৪০/৬ হয়ে গিয়েছিল একসময়। সেখান থেকে ডেথ ওভারে ঝড় তুলে চাহার দলকে ১৮৪-৭ এর নিরাপদ স্টপেজে পৌঁছে দেন। মিলনের শেষ ওভারের প্ৰথম দুই বলেই জোড়া বাইন্ডারি হাঁকান তিনি। শেষ পর্যন্ত মিলনে ২০তম ওভারে ১৯ রান খরচ করে বসেন।
চাহারের সাইক্লোনের আগে ভাল ব্যাটিং করে যান অন্য পেসার হর্ষল প্যাটেলও। ১১ বলে ১৮ করেন তিনি। এর মধ্যে লকি ফার্গুসনকে বিশাল ছক্কাও মারেন তিনি।
তার আগে ভারত টসে জিতে প্ৰথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রোহিত-ঈশানের ওপেনিং জুটি তুফান তুলে পাওয়ার প্লে-তে ৬৯ রান তুলে ফেলেন। পাওয়ার প্লে-র পরে স্যান্টনার ভারতীয় ইনিংসে ধস নামান। ইশ সোধিও দুরন্ত ক্যাচে ফেরান হাফসেঞ্চুরিয়ন হিটম্যানকে। মিডল অর্ডারের ধসে পড়ার মাঝেই শ্রেয়স, ভেঙ্কটেশ ব্যাট হাতে অল্পের অবদান রাখেন। শেষদিকে তারপরেই হর্ষল, চাহারের ক্যামিও।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড মাত্র ১১০ রানে গুটিয়ে যায়। অক্ষর প্যাটেল তিন উইকেট তুলে নেন মাত্র ৯ রান খরচ করে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন