Advertisment

ধোনির শহরে রোহিতের জন্য চরম পাগলামি! মাঠেই বেনজির কাণ্ড সমর্থকের, রইল ভিডিও

রাঁচিতে এবার রোহিত শর্মার জন্য পাগলপারা উন্মাদনা। সমর্থক সরাসরি মাঠে নেমে পড়ল রোহিতের জন্য।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ধোনির শহরে এবার রোহিতের জন্য পাগলপারা উন্মাদনা। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সমর্থক এবার সরাসরি মাঠে নেমে পড়লেন। স্রেফ একবার রোহিত শর্মাকে ছুঁয়ে দেখার জন্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে দ্বিতীয় টি২০ চলাকালীনই এমন ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। করোনার হুমকিতে ক্রিকেটারদের দুর্বিষহ বায়ো বাবলের জীবন কাটাতে হচ্ছে। খেলাও হচ্ছে বায়ো বাবল পরিবেশে।

Advertisment

তবে সেসবের তোয়াক্কা না করেই ধোনির শহরের ক্রিকেট সমর্থক বেনজির কান্ড ঘটিয়ে ফেললেন শুক্রবার। রোহিতের পা ছোঁয়ার চেষ্টা করলেও সেই সমর্থক অবশ্য সেই কাজে সফল হননি।

আরও পড়ুন: বিশ্বকাপ বিপর্যয় কাটল রোহিতের নেতৃত্বে! সিরিজ জয়ে শুরু দ্রাবিড় সভ্যতা

ভারতের ইংল্যান্ড সফরের সময় ইংরেজ ক্রিকেট সমর্থক জারভো তিন-তিনবার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ক্রিকেটারদের কাছাকছি পৌঁছে গিয়েছিলেন। সেই ঘটনার স্মৃতি উস্কে দিয়েই এবার রাঁচিতে মহাকান্ড। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল।

ঘটনা হল, অতীতে একাধিকবার ফ্যানদের ক্রিকেটারদের কাছে পৌঁছে যাওয়ার দৃশ্য দেখেছে বিশ্ব। তবে বর্তমানে বায়ো নিরাপদ পরিস্থিতিতে এই ঘটনা ভাইরাস সংক্রমণের বিষয়ে বেশ ঝুঁকিপূর্ণ। বাকি সিরিজে আরও আঁটোসাঁটো নিরাপত্তার যে বন্দোবস্ত করা হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

যাইহোক, রাঁচিতে এই উদ্বেগজনক বিষয় বাদ দিলে ভারত সিরিজ দখল করে নিয়েছে শুক্রবারই। ১৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে রোহিত-রাহুলের ঝড়ের পরে কিউয়ি বোলারদের আর করার কিছু ছিল না। শিশির বোল্টদের পরিস্থিতি আরও প্রতিকূল করে তুলেছিল। একপেশে ম্যাচে ভারত ১৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়।

তার আগে ভারতীয় বোলাররা অল্প রানের ব্যবধানে আটকে রেখেছিল কিউয়ি ব্যাটসম্যানদের। নিউজিল্যান্ডের দুই ওপেনার ড্যারেল মিচেল এবং মার্টিন গাপটিল দুজনেই ৩১ করে যান। মিডল অর্ডারে গ্লেন ফিলিপস ৩৪ করেন। গাপটিল শুক্রবারই বিরাট কোহলিকে পেরিয়ে আন্তর্জাতিক টি২০-র সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান। রবিবার ভারত কলকাতায় সিরাজের শেষ ম্যাচে খেলতে নামবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rohit Sharma Indian Cricket Team New Zealand
Advertisment