Advertisment

৫-০ করার লক্ষ্য টিম ইন্ডিয়ার! পারবে কি কিউয়িরা রুখতে, জেনে নিন খুঁটিনাটি

চলতি বছরেই অস্ট্রেলিয়াতে টি২০ বিশ্বকাপের আসর। সেই সিরিজের ড্রেস রিহার্সালে কিউয়ি সফরে গিয়ে একশো শতাংশ আপাতত সফল ভারতীয় দল।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs New Zealand

ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে ভারত নিউজিল্যান্ড ম্যাচের একটি দৃশ্য (বিসিসিআই টুইটার)

নৈসর্গিক মাউন্ট মাউনগুই স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে খেলতে নামার আগে কিউয়ি শিবিরের চ্যালেঞ্জ আপাতত একটাই- কোনওভাবে হোয়াইটওয়াশ আটকানো।

Advertisment

চলতি বছরেই অস্ট্রেলিয়াতে টি২০ বিশ্বকাপের আসর। সেই সিরিজের ড্রেস রিহার্সালে কিউয়ি সফরে গিয়ে একশো শতাংশ আপাতত সফল ভারতীয় দল। ঘরের মাঠে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আধিপত্য দেখানোর পরে বিদেশের মাটিতেই টিম কোহলি ফুল ফোটাচ্ছে।

আরও পড়ুন বারবার সাতবার! সুপার ওভার এলেই কেন পা হড়কাচ্ছে কিউয়িরা, জানুন কারণ

টি২০তে ভারত সাম্প্রতিককালে অপ্রতিরোধ্য হলেও ক্রমতালিকায় অবশ্যই পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার পরে পঞ্চম স্থানে রয়েছে ভারত। টানা চার ম্যাচ জিতলেও ভারত যে সমস্যাহীন এমনটা মোটেই নয়।

বিশ্বকাপের কথা ভেবে টিম ম্যানেজমেন্ট রিজার্ভ বেঞ্চ সাজিয়ে নিতে চাইছে। তবে বারেবারে সুযোগ পেয়েও সঞ্জু স্যামসন, শিবম দুবের মতো উঠতি তারকারা নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন। সঞ্জু স্যামসনকে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ দেওয়া হয়েছিল। তা-ও আবার ব্যাটিং অর্ডারে প্রমোট করে। তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে নিজের উইকেট খুইয়েছেন তিনি।

আরও পড়ুন ফের হয়তো ক্যাপ্টেন হচ্ছেন রোহিত, খেলবেন না কোহলি

ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি২০ ম্যাচ কবে?

ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি২০ ম্যাচটি ২ ফেব্রুয়ারি, রবিবার।

ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি২০ ম্যাচ কোথায় হবে?

ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি২০ ম্যাচটি মাউন্ট মঙ্গানুই বে পার্কে অনুষ্ঠিত হবে।

ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি২০ ম্যাচ কখন শুরু হবে?

ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি২০ ম্যাচটি ভারতীয় সময় দুপুর ১২.২০ থেকে শুরু। টস হবে সকাল ১১.৫০ টার সময়।

ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি২০ ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?

ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি২০ ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি (ইংরেজি), স্টার স্পোর্টস-১ এইচডি (হিন্দি), তে দেখা যাবে।

ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।

ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি২০ ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?

ম্যাচের লাইভ স্কোর ও আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/

BCCI New Zealand
Advertisment