New Update
India vs New Zealand Highlights: বৃষ্টিবিঘ্নিত সেমির বাকি অংশ আগামিকাল
World Cup 2019, India Vs New Zealand 2019 Highlights: এদিনের মতো বৃষ্টিতে ম্য়াচ স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন ম্য়াচ অফিসিয়ালরা। ম্য়াচের বাকি অংশ আগামিকাল।
Advertisment
মাঠ পরিদর্শন করে আজকের মতো ম্য়াচ স্থগিত রাখার সিদ্ধান্ত ম্য়াচ অফিসিয়ালদের। ম্য়াচের বাকি অংশ আগামিকাল। খেলা বন্ধ হওয়ার সময়ে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ২১১ রান তুলেছিল। ৪৬.১ ওভার ব্য়াট করেছিল তারা। আগামিকাল তাদের ইনিংসের বাকি ২৩ বল থেকেই খেলা শুরু হবে।
খেলা শুরু হওয়ার পথে। বৃ্ষ্টি একবার আসছে একবার যাচ্ছে। কিন্তু এখন বৃষ্টিহীন ম্য়াঞ্চেস্টার। ম্য়াচ অফিসিয়ালরা মাঠ খতিয়ে দেখছেন। খেলা শুরুর অপেক্ষায় স্টেডিয়াম।
ফের রোদের দেখা মিলল ওল্ড ট্র্যাফোর্ডে। বৃষ্টি পুরোপুরি বন্ধ। ম্য়াচ অফিসিয়ালরা এবার মাঠ পরিদর্শন করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। দর্শকরা খেলা শুরুর অপেক্ষায়। এখন দেখার কখন ম্য়াচ শুরু হয়!
ভারতকে এই ম্য়াচে ন্যূূনতম ২০ ওভার ব্য়াট করতেই হবে। তবেই আজ রেজাল্ট আসবে। নয়তো আগামিকাল রিজার্ভ-ডে-তে ম্যাচ।
বৃষ্টি এখনও হচ্ছে। সুপার সপার্স কাজ করছে। ম্যাচ কখন শুরু হবে তার কোনও আপডেট নেই
এখনও বৃষ্টি থামেনি। কখন খেলা শুরু হবে সে ব্য়াপারে কিছুই জানা যাচ্ছে না। আমরা আপডেট পেলেই লাইভ ব্লগে তা জানিয়ে দেব। মাঠে সুপারসপার চলছে এবং পিচ ঢাকা রয়েছে কভারে। আরও একবার জানিয়ে দিই, খেলা বন্ধ হওয়ার সময়ে ৫ উইকেট হারিয়ে উইলিয়ামসনরা ২১১ রান তুলেছিল। নিউজিল্যান্ড যদি আর না-ব্যাট করে, তাহলে ভারতের টার্গেট কী দাঁড়াবে জানিয়ে দিলেন পরিসংখ্য়ানবিদ মোহনদাস মেনন।
আজ যদি পুনরায় খেলা চালু না করা যায়, তাহলে রিজার্ভ ডে-তে এই খেলারই বাকি অংশ হবে। নতুন করে খেলা শুরু হবে না।
খেলা শেষ হওয়ার ঠিক চার ওভার বাকি। এমন সময়েই বৃষ্টি শুরু হয়ে গেল। খুব জোরে বৃষ্টি হচ্ছে না। তবে এই বৃষ্টিতে খেলা চালিয়ে যাওয়াও সম্ভব নয়। তাই আপাতত খেলায় সাময়িক বিরতি। খেলা বন্ধ হওয়ার সময়ে ৫ উইকেট হারিয়ে উইলিয়ামসনরা ২১১।
ভুবনেশ্বর কুমারও এবার ঘাতকের ভূমিকায় অবতীর্ণ। ভুবির স্লোয়ারে ঠকে গিয়ে এবার ফিরলেন গ্র্যান্ডহোম। তাঁর অবদান ১০ বলে ১৬। ৪৫ ওভার শেষে নিউজিল্যান্ড ২০২। শেষ ৫ ওভারে কতদূর এগোবে ব্ল্যাক ক্যাপস ব্রিগেড, সেটাই দেখার।
ফিফটি এবার রস টেলরের ব্যাটে। চার উইকেট পতনের পরে ব্ল্যাক ক্যাপস ব্রিগেডকে টানছেন রস টেলর। ২৭ বলে পঞ্চাশ করলেন তিনি। নিজের ইনিংসে তিনটে বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারি হাকিয়েছেন তারকা ব্যাটসম্যান। ভারতের প্রয়োজন তাড়াতাড়ি রস টেলরের পথ দেখানো।
পাণ্ডিয়া এবার ফেরালেন জিমি নিশামকে। ১৮ বলে ১২ রান করে হার্দিকের বলে কার্তিকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিশামের। চতুর্থ উইকেটের পতন কিউয়িদের। ক্রিজে নামলেন গ্র্যান্ডহোম। পরপর উইকেট হারিয়ে নিউজিল্যান্ড এখন বেশ বিপাকে। ভারতের প্রয়োজন রস টেলরকে তাড়াতাড়ি ফেরত পাঠানো।
দলগত স্কোর দেড়শো পেরোল নিউজিল্য়ান্ড। ৩৯ ওভারে দেড়শো পূর্ণ করল তাঁরা। রান রেট এখনও ৪-এর নীচে। ৩৯ ওভার শেষে স্কোর ১৫০। ৩ উইকেট হারিয়ে। কেন উইলিয়ামসন ফিরে যাওয়ার পরে কিউয়ি ইনিংস টানার দায়িত্ব এখন রস টেলরের কাঁধে। তিনি ৬৪ বলে ৩৬ রানে অপরাজিত রয়েছেন। উইলিয়ামসন আউট হওয়ার পরে ক্রিজে এলেন জিমি নিশাম।
চাহালের স্পিনে ঠকে গিয়ে এবার আউট কেন উইলিয়ামসন। ৯৭ বলে ৬৭ রান করে এবার ফিরলেন কিউয়ি দলনেতা। ফুল লেংথের বল ড্রাইভ করতে গিয়েছিলেন। বলের বাউন্স বুঝতে পারেননি উইলিয়ামসন। কানায় লেগে জাদেজার কাছে ক্যাচ তুলে বিদায় তাঁর। ৩৫.২ ওভার ব্ল্যাক ক্যাপসরা ৩ উইকেটের বিনিময়ে ১৩৪।
সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন কেন উইলিয়ামসন। ফের একবার ফিফটি তাঁর ব্যাট থেকে। ৭৯ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন তিনি। রস টেলর অন্যপ্রান্তে ৩৬ বলে ২১ রান করে ব্য়াটিং করছেন। ৩০ ওভার শেষে নিউজিল্যান্ড ১১৩। ২ উইকেটের বিনিময়ে।
প্রাথমিক শ্রুশুষা নিয়ে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া।
ক্রিজে ক্রমশ থিতু হচ্ছিলেন ওপেনার হেনরি নিকোলস এবং কেন উইলিয়ামসন। জুটিতে ৬৮ তোলার পরে ভারতকে ব্রেক থ্রু এনে দিলেন রবীন্দ্র জাদেজা। বোল্ড তিনি। ৫১ বলে ২৮ করে প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে। সৌজন্যে স্যার
মনে হচ্ছে, হার্দিক পাণ্ডিয়ার কুঁচকিতে সমস্যা হয়েছে। বোলিং করার সময়ে বেশ বোঝা যাচ্ছিল তারকা অলরাউন্ডারের অস্বস্তি। একবার তো রান আপ থামিয়েই দিলেন। ফিজিও প্যাট্রিক ফারহাতকেও দেখা গেল ইঙ্গিতে বিষয়টি বুঝতে চাইছেন। কোহলি-পাণ্ডিয়া ছোট আলোচনাও হল মাঠের মধ্যে। পাণ্ডিয়া মাঠ ছাড়লেন। বড় সমস্যার সামনে ভারত। পাঁচ স্পেশালিস্ট বোলারই খেলছেন।
দলগত স্কোর ৫০ পেরোল নিউজিল্যান্ড। তবে ১৪ ওভার লাগিয়ে দিল কিউয়িরা। ক্রিজে ক্রমশ জাঁকিয়ে বসছেন নিকোলস এবং উইলিয়ামসন। দু-জনেরব জুটিতেও হাফসেঞ্চুরি হয়ে গিয়েছে। বিপজ্জনক হয়ে ওঠার আগেই এই পার্টনারশিপ ব্রেক করতে হবে ভারতকে। ১৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৫৭। কেন উইলিয়ামসন ৩৮ বলে ২৭ রানে এবং নিকোলস ৪৪ বলে ২৫ রানে ব্যাটিং করছেন।
দ্বিতীয় স্লিপে বিশ্বস্ত হাতে ক্যাচ! গাপ্টিলকে ফিরতেই হল।
কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডকে একাই টেনে নিয়ে চলেছেন। টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ৫০০ রান পেরিয়ে গেলেন কেন উইলিয়ামসন। টুর্নামেন্টে ব্যাটিং গড়ও একশো-র উপরে।
শুরুতেই প্রথম উইকেট পতনের পরে নিউজিল্যান্ড ধীরে ধীরে ম্য়াচে ফেরার চেষ্টা করছে হেনরি নিকোলস (১০) এবং কেন উইলিয়ামসনের (১৪) ব্যাটে। ভুবনেশ্বর কুমারকে ৫ ওভারের স্পেলে এবং বুমরাকে ৪ ওভারের স্পেলে ব্য়বহার করার পরে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে আসা হল আক্রমণে। হার্দিক প্রথম ওভারে ৪ রান খরচ করলেন। ১০ ওভার শেষে নিউজিল্যান্ড ২৭ ।
চতুর্থ ওভারেই আউট গাপ্টিল। বুমরার আউট সুইঙ্গারে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিলেন তিনি। মেঘলা আবহাওয়ায় বুমরা, ভুবনেশ্বরকে খেলতে রীতিমতো হিমশিম খাচ্ছে কিউয়ি ব্যাটসম্যানরা। এরব মধ্যে প্রথম ২ ওভারে স্কোরবোর্ডে কোনও রানই যোগ করতে পারেননি গাপ্টিল, হেনরি নিকোলস। তৃতীয় ওভারেও ভুবনেশ্বর কুমারেরও ওভারে উঠেছিল মাত্র ১ রান। তারপর দ্বিতীয় ওভারে বুমরার তৃতীয় বলেই আউট গাপ্টিল। ৪ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে ২ রান।
মেডেন ওভার দিয়ে শুরু করলেন ভুবি।
লকি ফার্গুসন এলেন টিম সাউদির জায়গায়।
লকি ফার্গুসন প্রথম একাদশে।
ভারতঃ কুলদীপ যাদবকে বসিয়ে ভারতের একাদশে যুজবেন্দ্র চাহাল। শামিকে সেমিফাইনালে নেওয়া হল না। রবীন্দ্র জাদেজা নিজের জায়গা ধরে রাখলেন।
একাদশঃ লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা
টসে জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের। ফিল্ডিং করবে ভারত।
বৃষ্টি থেমেছে কিছুক্ষণ আগে। পিচ কভারে ঢাকা রয়েছে। স্বয়ং ধোনি এসে কভার সরিয়ে দেখে গেলেন পিচের কণ্ডিশন।
ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনালে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। বৃষ্টি-স্নাত ম্যাচ হলে ভারতের আশঙ্কা অন্যত্র। মেঘলা ভারী স্যাতস্যাতে আবহাওয়ায় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন নিউজিল্যান্ডের এক নম্বর পেসার ট্রেন্ট বোল্ট। শুধু বোল্ট-ই নন, চলতি টুর্নামেন্টে বল হাতে দারুণ পারফর্ম করা লকি ফার্গুসন এবং ম্যাট হেনরিকে সামলাতেও হিমশিম খেতে পারে ভারত। এমনিতেই ভারতের মিডল অর্ডার নিয়ে সমস্যা রয়েছে। তার মধ্যে এমন আবহাওয়ায় বোল্টদের খেলতে হলেই বিপত্তি ঘটতে পারে।
এখানেই টস-ফ্যাক্টর উঠে আসছে। বলা হচ্ছে, এমনিতেই চলতি বিশ্বকাপের যা ট্রেন্ড তাতে টস জিতে ব্যাটিং নিচ্ছে সংশ্লিষ্ট দল। তবে সেমিফাইনালে কোহলি টস জিতলে প্রথমে নিউজিল্যান্ডকেও ব্যাট করতে পাঠাতে পারে। কারণ, মেঘলা আবহাওয়ায় কোহলিরা বোল্টদের সামনে নতুন বলে খেলতে চাইবেন না। বরং কিউয়ি ব্যাটসম্যানদের দিকে লেলিয়ে দেওয়া হতে পারে বুমরা, শামি, ভুবনেশ্বর কুমারকে।
মঙ্গলবার সকাল থেকেই পূর্বাভাস মেনে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আকাশে মেঘ ভালমতো রয়েছে। মাঝে বৃষ্টি থামলেও, স্থানীয় সময় অনুযায়ী সকাল ১১-১২ টা নাগাদ ফের এক পশলা বৃষ্টি হবে।