Advertisment

ওপেনার রোহিতকে সরিয়েও থামল না কুৎসিত বিপর্যয়! ফুঁসে উঠল ক্রিকেট মহল

ফের বেনজির বিপর্যয়ের সাক্ষী থাকল ভারতীয় ব্যাটিং। একের পর এক মহারথীরা ব্যাট করতে নেমে ব্যর্থ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

১০ উইকেটে বিধ্বস্ত হওয়ার পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জোড়া পরিবর্তন সমেত হাজির হয়েছিল ভারত। ঈশান কিষানকে দলে অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করেছিলেন অনেকেই। তবে কেউই ভাবতে পারেননি শেষ পর্যন্ত রোহিত শর্মাকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হবে।

Advertisment

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান কিউয়ি নেতা কেন উইলিয়ামসন। আর ওপেনিং জুটি হিসাবে মাঠে নেমেছিলেন কেএল রাহুল এবং ঈশান কিষান। মুম্বই সতীর্থের জন্য নিজের ওপেনিং স্লট ছেড়ে দিয়েছিলেন রোহিত।

আরও পড়ুন: সৌরভের প্রত্যাবর্তনে আপত্তি ছিল শচীন-দ্রাবিড়দের! ভয়ানক মন্তব্যে গনগনে বিতর্ক ওস্কালেন চ্যাপেল

তবে ভারতের ব্যাটিং অর্ডারের এই চমক শেষ পর্যন্ত সফল হল না। মাত্র ৪ রান করেই ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ঈশান। বোল্টের বল পুল করতে গিয়ে শূন্য রানে আউট হয়ে যেতে পারতেন রোহিত। তবে শেষ পর্যন্ত এডাম মিলনে ক্যাচ মিস করে বসেন।

কিউয়ি বোলারদের সামনে ভারত আরো একবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল। প্রথমে ব্যাট করে ভারত মাত্র ১১০ রানে থেমে গেল। পাওয়ার প্লে-তে জোড়া উইকেট হারিয়ে ভারত স্কোরবোর্ডে মাত্র ৩৫ তুলতে পেরেছিল। পাওয়ার প্লে-তেই সাউদির বলে আউট হয়ে যান রাহুল।

সেই ধাক্কার রেশ সামলানোর আগেই রোহিত শর্মাও আউট। ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে মার্টিন গুপ্তিলের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তারকা।

এরপরে ভারতের ব্যাটিং তাসের ঘরের মত ভেঙে পড়ে। বিরাট কোহলি (৯), ঋষভ পন্থ (১২) ফিরে যাওয়ার পরে শেষদিকে কিছুটা টানেন হার্দিক পান্ডিয়া (২৪ বলে ২৩) এবং রবীন্দ্র জাদেজা (১৯ বলে ২৬)। দুজনের দলের স্কোর ১০০ পেরোনো নিশ্চিত করেন। আর ভারতের ব্যাটিং অর্ডার এভাবে গুটিয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল।

টসের সময় কোহলি জানিয়েছিলেন, পিঠে চোটের কারণে নামতে পারেননি সূর্যকুমার যাদব। তাঁর বদলেই দলে ঢুকেছিলেন ঈশান কিষান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সামান্য এই রান ডিফেন্ড করতে পারবেন কোহলিরা, সেটাই এখন দেখার।

ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, ঈশান কিষান, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা

নিউজিল্যান্ড প্ৰথম একাদশ:
মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপ, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, এডাম মিলনে, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KL Rahul Rohit Sharma T20 World Cup Indian Cricket Team New Zealand
Advertisment