নিউজিল্যান্ডের কাছে ০ -২ 'হোয়াইটওয়াশে' হতাশা লুকোনোর কোন চেষ্টা করলেন না বিরাট কোহলি। ম্যাচের পরে সোজাসাপটা জানিয়ে দিলেন, টিমের ব্যাটিংয়ে তিনি হতাশ। জানিয়ে দিলেন, সিরিজ হারের নেপথ্যে রয়েছে দলের ব্যাটসম্যানদের প্রয়োগক্ষমতার অভাব এবং কিউয়িদের আঁটোসাঁটো ক্রিকেট, যা ভারতীয় ব্যাটসম্যানদের ভুল করতে বাধ্য করেছে।
কোন রাখঢাক না করে ক্যাপ্টেন কোহলি বলেছেন, "বোলারদের লড়াই করার মতো পুঁজি আমাদের ব্যাটসম্যানরা দিতে পারেনি। বোলারদের চেষ্টার মূল্য যখন ব্যাটসম্যানরা দিতে ব্যর্থ হয়, সেটা হতাশাজনক হয়ে দাঁড়ায়। বিদেশে ম্যাচ আর সিরিজ জিততে গেলে ব্যাটে এবং বলে পারফরম্যান্সের একটা ভারসাম্য লাগে। ফিল্ডিংয়েও কোন সুযোগ হাতছাড়া করা চলে না।"
আরও পড়ুন: নিউজিল্যান্ডের হেলায় ভারত বধ, সিরিজ সেরা সাউদি
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি এসেছিল হনুমা বিহারি, পূজারা এবং পৃথ্বী শ'-র ব্যাট থেকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত ব্যর্থ হয়েছে ভারতীয় ব্যাটিং। সর্বোচ্চ রান সংগ্রাহক পূজারা (২৪)। এই প্রসঙ্গে কোহলির বক্তব্য, "আমরা প্রথম ইনিংসে ভাল ব্যাট করেছিলাম। তবে কৃতিত্ব প্রাপ্য নিউজিল্যান্ড বোলারদের। ওরা আগাগোড়া সঠিক জায়গায় বল করে গেছে। ফলে আমাদের উপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে। স্ট্রাইক রোটেট করার সুযোগ প্রায় দিচ্ছিলই না ওরা। রান করতে হলে তাই ঝুঁকিপূর্ণ শট খেলা ছাড়া উপায় ছিল না।"
টেস্টের বিশ্বচ্যাম্পিয়নশিপে বর্তমানে এক নম্বর জায়গায় থাকা ভারতকে হারিয়ে স্বভাবতই উল্লসিত কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। সিরিজ জিতে উইলিয়ামসনের প্রতিক্রিয়া, "ভারত বিশ্বের অন্যতম সেরা দল। ওদের হারানো খুবই তৃপ্তিদায়ক।" অভিষেক সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা কাইল জেমিসনের প্রশংসায়ও পঞ্চমুখ কিউই ক্যাপ্টেন, "জেমিসন দুরন্ত প্রতিভা। ব্যাটে-বলে দুটো টেস্টেই দুর্ধর্ষ পারফর্ম করেছে।"