scorecardresearch

বড় খবর

শেষ ১৯ ইনিংসে ০ শতরান! কোহলি কী শেষের পথে

বাংলাদেশের বিরুদ্ধে নভেম্বরে ১৩৬ করার পর থেকে সব ধরনের ক্রিকেটে টানা ১৯টি ইনিংসে ব্যাট করে কোহলি একবারও শতরান হাকাতে পারেননি।

Virat Kohli
জামেসনের শিকার ফের কোহলি (টুইটার)

নিউজিল্যান্ড সফরে কোহলির বেনজির ব্যর্থতা অব্যাহত। ওয়েলিংটনে অভিষেককারী কাইল জামেসনের ফুল লেংথের বলে স্লিপে ক্য়াচ তুলে ফিরলেন মাত্র ২ রান করে। গোটা নিউজিল্যান্ড সফরেই কোহলির অফ অফ ফর্ম চলছে। তিন ধরনের ফর্ম্যাটে ৮ ইনিংসে ব্যাট করে কোহলির কাছ থেকে বেরিয়েছে মাত্র একটা অর্ধশতরান।

পরিসংখ্যান বলছে, বাংলাদেশের বিরুদ্ধে নভেম্বরে ১৩৬ করার পর থেকে সব ধরনের ক্রিকেটে টানা ১৯টি ইনিংসে ব্যাট করে কোহলি একবারও শতরান হাকাতে পারেননি। কোহলির এমন ব্যর্থতা অনেকেরই চোখ কপালে তুলে দিচ্ছে।

আরও পড়ুন ৬.৮ ফুটের পেসারে কাঁপুনি ভারতের, বৃষ্টি বাঁচাল কোহলিদের

২০১৪ সালে ইংল্যান্ড সফরে শেষবার কোহলি এমন টানা ব্যর্থতা দেখেছিল। কোহলির কেরিয়ার ঘেঁটে জানা যাচ্ছে, তাঁর ১১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আরও ২বার এমন সময় এসেছিল, যখন কোহলি ১৯টিরও বেশি ইনিংস ধরে শতরান করতে ব্যর্থ হয়েছেন। প্রথমবার ছিল ২০১১-র ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময় টানা ২৪ইনিংসে একবার তিনঅঙ্কের রান করতে পারেননি তারকা ক্রিকেটার। সেই সময়ে কোহলির ব্যাটিং গড় সাত মাসের মধ্যে ৪৮ থেকে কমে দাঁড়িয়েছিল ৩৯-এ। বিশ্বকাপের ঠিক আগে।

Virat Kohli
এভাবেই আউট হলেন কিং কোহলি (টুইটার)

এই সময়ের তিন বছর পর কেরিয়ারের সবথেকে ভয়াবহ অফ ফর্ম প্রত্যক্ষ করেছিলেন মহাতারকা। ২০১৪-র ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত টানা ২৫ ইনিংসে সেঞ্চুরির খাতা খুলতে পারেননি একবারও। এই সময়েই মধ্যেই কোহলি ভয়াবহ ইংল্যান্ড ট্যুরে গিয়েছিলেন। ৫ টেস্টে কোহলি তুলতে পেরেছিলেন মাত্র ১৩৪ রান। অফ স্ট্যাম্পের বাইরে প্রলুব্ধ করে কোহলিকে আউট করা জেমস অ্যান্ডারসন অভ্যেসে পরিণত করে ফেলেছিলেন।

আরও পড়ুন বাংলার ঋদ্ধিমানকে বাদ দিলেন বিরাট, হঠাৎ প্রথম একাদশে পন্থ

কোহলি অবশ্য নিজের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে ২০১৮-র ইংল্যান্ড সফরে সুদে আসলে বদলা নিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে। গোটা সিরিজে ৫৯৩ রান করেছিলেন তারকা। তাঁর প্রতি সমস্ত সংশয় মুছে।

তবে চলতি নিউজিল্যান্ড সফর কোহলিকে মনে পড়িয়ে দিচ্ছে ২০১৪-র ইংল্য়ান্ড সফরের কথা। যেভাবে অফস্ট্যাম্পের বল তাড়া করে জামেসনের বলে আউট হলেন, তা পুরনো স্মৃতিই উসকে দিচ্ছে।

কোহলির বেসিন রিজার্ভের ইনিংস তাই অশনি সঙ্কেতই বটে!

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India vs new zealand virat kohli last 19 innings 0 century