Advertisment

জাহির খানের কেরিয়ার খতম করেন কোহলি! বিষ্ফোরক মন্তব্যে ঢেউ তুললেন এবার ঈশান্ত

কোহলিকে নিয়ে বিষ্ফোরক খোলসা ঈশান্তের

author-image
Subhasish Hazra
New Update
NULL

জাহির খানের ক্যাচ ফেলে দিয়েছিলেন বিরাট কোহলি। তারপর কোহলিকে জাহির নাকি সরাসরি বলে দেন, 'আমার কেরিয়ারটাই শেষ করে দিলি!' এমনই চাঞ্চল্যকর মন্তব্যে সাড়া ফেলে দিয়েছেন ঈশান্ত শর্মা। যদিও জাহির খান অস্বীকার করলেন এই বক্তব্য। ২০১৪-য় ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সেই ম্যাচের পরেই অবসর ঘোষণা করেছিলেন জাহির। ব্রেন্ডন ম্যাককালাম সেই ম্যাচে ত্রিশতরান হাঁকিয়েছিলেন।

Advertisment

সেই ম্যাচের কথা বলতে গিয়ে ঈশান্ত শর্মা এক ঘটনার কথা শেয়ার করেছিলেন জিও সিনেমায়, "আমরা নিউজিল্যান্ডে খেলছিলাম। ব্রেন্ডন ম্যাককালাম ৩০০ রান করেছিল। যতদূর মনে পড়ছে কোহলি লাঞ্চের সময়ের আশেপাশে ম্যাককালামের ক্যাচ মিস করেছিল। বিরাট ওঁর কাছে ক্ষমাও চায়। তবে জ্যাক (জাহির) বলে দেয়, 'চিন্তা করিস না, ওঁকে এখুনি আউট করে দেব।' চায়ের সময় কোহলি আরও একবার ক্ষমা চাওয়ার পর জ্যাক ওঁকে চিন্তা করতে বারণ করে। তৃতীয় দিন কোহলি টি-এর সময় ক্ষমা চাওয়ার পর জাহির সটান বলে দেয়, 'তুই আমার কেরিয়ারটাই খতম করে দিলি!"

এরপরে জাহির সেই আলোচনায় যোগ দিয়ে বলে দেন, "এমনটা মোটেও বলিনি। আমি বলেছিলাম, দুজন ক্রিকেটার রয়েছেন। একজন কিরণ মোরে যিনি গ্রাহাম গুচের ক্যাচ মিস করেন। তারপর গুচ তিনশো করে যান। তারপর বিরাট কোহলি কারোর ক্যাচ মিস করায় সে ত্রিশতরান হাঁকায়। কোহলি স্বভাবতই এরকমভাবে কথা বলায় আপত্তি জানায়। তবে ক্যাচ মিস করা হয়েছিল এবং রানের পাহাড় তৈরি হয়েছিল।"

বহু আলোচিত সেই ম্যাচে ভারত যথেষ্ট ভাল পজিশনে ছিল। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ভারত নেমেছিল। তবে ম্যাককালামের দুর্ধর্ষ ইনিংস কিউইদের ড্রয়ের দিকে এগিয়ে দেয়। সেই সিরিজ ব্ল্যাক ক্যাপসরা ১-০ ব্যবধানে জেতে।"

Virat Kohli Ishant Sharma New Zealand Zaheer Khan Indian Cricket Team
Advertisment