Advertisment

১৫ দিনের মধ্যে তিন-তিনবার ভারত-পাক ম্যাচ! বিরাট সম্ভাবনায় বড় ঘোষণা বুধবার

এশিয়া কাপ নিয়ে বিরাট আপডেট

author-image
IE Bangla Sports Desk
New Update
india-pakistan

ভারত-পাক দুই দ্বৈরথেই রয়েছে বৃষ্টির হাতছানি

এশিয়া কাপের সূচি জানিয়ে দেওয়া হল পাক বোর্ডের তরফে। প্রেস কনফারেন্স করে ঘোষণা করা হল এশিয়া কাপের সূচি। সেপ্টেম্বরের ২ তারিখে ক্যান্ডিতে ভারত-পাক মহারণ। গ্রুপ-এ'তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। সঙ্গে রয়েছে নেপাল।

Advertisment

এশিয়া কাপে গ্রুপ পর্ব, সুপার ফোর, ফাইনাল পর্যন্ত ভারত-পাক লড়াই হওয়ার সম্ভবনা রয়েছে তিন বার। মাত্র ১৫ দিনের ব্যবধানে। অগাস্টের ৩০ তারিখে টুর্নামেন্ট শুরু। শেষ ১৭ সেপ্টেম্বর।

এর আগে জুন মাসে হাইব্রিড মডেলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপের বড় ঘোষণায় জানিয়েছিল, চার ম্যাচ পাকিস্তানে হবে। নয় ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

গত একদশক ধরে দুই দেশের রাজনৈতিক অবস্থার শিকার হয়েছে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক। ভারত-পাক দুই দলই এখন বহুদেশীয় টুর্নামেন্টে নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হয়।

গত সেপ্টেম্বরে ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা অস্বীকার করে। সঙ্গেসঙ্গেই আয়োজক দেশ পাকিস্তানের তরফে ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছিল গোটা টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করার বিষয়ে। পাকিস্তানের সেই হাইব্রিড মডেল নাকচ করে দেয় বিসিসিআই।

১৩ টি ওয়ানডে ম্যাচ খেলা হবে এবার এশিয়া কাপে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান অংশ নেবে এবারের টুর্নামেন্টে। তিনটে করে দলকে দুটো গ্রুপে ফেলা হয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটো করে দল সুপার ফোরে পৌঁছবে।

সুপার ফোরের সেরা দুই দল ফাইনাল খেলবে সেপ্টেম্বরের ১৭ তারিখ। ভারত, পাকিস্তান, নেপাল রয়েছে এক গ্রুপে। অন্য গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান।

Read the full article in ENGLISH

Indian Football Cricket News Pakistan Cricket
Advertisment