India Wins Asia Cup Final: এশিয়া কাপ জিতে ট্রফি ছাড়াই 'জয়োল্লাস' ভারতের, ভাইরাল হল ভিডিও

India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত ২০২৫ এশিয়া কাপ ফাইনালে টিম ইন্ডিয়া এক নয়া ইতিহাস রচনা করেছে। নবমবার এশিয়া কাপের খেতাব জয় করল। ফাইনাল ম্য়াচে পাকিস্তানকে হারানোর পর টিম ইন্ডিয়া জাঁকজমকপূর্ণভাবে জয়োল্লাস করল।

India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত ২০২৫ এশিয়া কাপ ফাইনালে টিম ইন্ডিয়া এক নয়া ইতিহাস রচনা করেছে। নবমবার এশিয়া কাপের খেতাব জয় করল। ফাইনাল ম্য়াচে পাকিস্তানকে হারানোর পর টিম ইন্ডিয়া জাঁকজমকপূর্ণভাবে জয়োল্লাস করল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team Celebration

ট্রফি ছাড়াই জয় উদযাপন টিম ইন্ডিয়ার

India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত ২০২৫ এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2025 Final) টিম ইন্ডিয়া এক নয়া ইতিহাস রচনা করেছে। নবমবার এশিয়া কাপের খেতাব জয় করল ভারতীয় ক্রিকেট দল। ফাইনাল ম্য়াচে পাকিস্তানকে হারানোর পর টিম ইন্ডিয়া জাঁকজমকপূর্ণভাবে জয়োল্লাস করল। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। চ্যাম্পিয়ন হওয়ার পর টিম ইন্ডিয়া (Indian Cricket Team) এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছে, যা নিয়ে আপাতত গোটা দেশজুড়ে আলোচনা হচ্ছে। আসলে, ভারতীয় ক্রিকেট দল ট্রফি ছাড়াই সেলিব্রেশনে মেতে ওঠে। আর এটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আসুন, গোটা ঘটনাটি জেনে নেওয়া যাক।

Advertisment

Mohsin Naqvi Asia Cup Trophy: মহসিন নকভিকে 'বেইজ্জত' করল ভারত, ট্রফি নিল না টিম ইন্ডিয়া! চূড়ান্ত নাটকের ঘনঘটা

বড়সড় পদক্ষেপ গ্রহণ করল টিম ইন্ডিয়া

২০২৫ এশিয়া কাপ জেতার পরই ভারতীয় ক্রিকেট দল জানিয়ে দেয় যে তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি গ্রহণ করবে না। ২০২৫ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানকে একেবারেই বয়কট করেছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া ফাইনাল জেতার পর ট্রফি ছাড়াই জয় সেলিব্রেট করে। আর এটাই পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে।

Advertisment

দেখে নিন ভিডিও:

পহেলগাঁও হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা অব্য়াহত

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও উপত্যকায় জঙ্গি হামলা চালানো হয়। এই ঘটনায় ২৬ নিরাপরাধ পর্যটক প্রাণ হারিয়েছিলেন। এরপর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে অপারেশন সিন্দুর চালানো হয়। এই অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর তারপর থেকে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। পহেলগাঁও হামলায় নিহতদের উদ্দেশ্যে সম্মান জানিয়ে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলায়নি। আর ফাইনাল জেতার পরও মহসিন নকভির হাত থেকে ট্রফি নেয়নি।

IND vs PAK Asia Cup Final: 'মাঠেও এবার অপারেশন সিন্দুর...', জয়ের পর টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

ফাইনালে জয়লাভ টিম ইন্ডিয়ার

ফাইনাল ম্য়াচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে সাহিবজাদা ফারহান সর্বাধিক ৫৭ রান করেছেন। অন্যদিকে, ফখর জামানও ৪৬ রানের ইনিংস খেলেন। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৪ উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব। জবাবে টিম ইন্ডিয়া ২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু, এরপর তিলক বর্মা অসাধারণ একটি হাফসেঞ্চুরি হাঁকান। শেষপর্যন্ত তিনি ৬৯ রানে অপরাজিত থাকেন। তিনিই শেষপর্যন্ত টিম ইন্ডিয়াকে জেতালেন। এছাড়া শিবম দুবে ৩৩ রান এবং সঞ্জু স্যামসন ২৪ রান করেন।

Mohsin Naqvi Indian Cricket Team Asia Cup 2025 Final India vs Pakistan