India vs Pakistan Asia Cup 2025 Controversy: 'একেবারে সঠিক জবাব', হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানকে খোলাখুলি অপমান সূর্যের!

India vs Pakistan Controversy: গত রবিবার (১৪ সেপ্টেম্বর) চলতি এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৭ উইকেটে ধামাকাদার জয়লাভ করেছে।

India vs Pakistan Controversy: গত রবিবার (১৪ সেপ্টেম্বর) চলতি এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৭ উইকেটে ধামাকাদার জয়লাভ করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan Asia Cup 2025 Controversy

ভারতকে জেতানোর পর পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করলেন না সূর্যকুমার যাদব

India vs Pakistan: গত রবিবার (১৪ সেপ্টেম্বর) চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তান ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৭ উইকেটে ধামাকাদার জয়লাভ করেছে। এরপর একটি আলাদাই দৃশ্য চোখে পড়ল। পাকিস্তানকে বধ করার পর টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন না। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। তবে সূর্যকুমারের বক্তব্য স্পষ্ট। এই সিদ্ধান্ত যথেষ্ট ভাবনাচিন্তা করেই দেশের স্বার্থে গ্রহণ করা হয়েছে।

Advertisment

India vs Pakistan Handshake Controversy: এখনও মেটেনি পহেলগাঁওয়ের ক্ষত, জয়ের পর পাকিস্তানিদের সঙ্গে হাত মেলালেন না সূর্যরা!

ম্যাচজয়ী ছক্কা হাঁকানোর পরই সূর্যকুমার সতীর্থ ক্রিকেটার শিবম দুবের সঙ্গে হাত মেলান। এরপর সোজা তাঁরা ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। অন্যদিকে, পাকিস্তানের ক্রিকেটাররা করমর্দনের জন্য অপেক্ষা করতে থাকেন। প্রসঙ্গত, টসের সময়ও সলমান আলি আগার সঙ্গে করমর্দন করেননি সূর্য।

Advertisment

India vs Pakistan Asia Cup 2025 Highlights: সন্ত্রাসের বদলা এবার ২২ গজে! ভারতের হাতেই 'নিকেশ' পাকিস্তান

'কিছু বিষয়কে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বাইরে রাখা উচিত'

ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে এসে সূর্যকুমার যাদব জানালেন, 'আমাদের সরকার এবং বিসিসিআই একই পথে হাঁটছে। আমরা এখানে শুধুমাত্র খেলতেই এসেছিল। সেকারণে একেবারে সঠিকভাবে জবাবটা দিয়ে দিলাম। কিছু বিষয়কে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বাইরে রাখা উচিত।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আমি বলেছিলাম যে পহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। পাশাপাশি এই জয়টা আমরা অপারেশন সিন্দুরের সঙ্গে যুক্ত ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই। আশা করছি, এই সিদ্ধান্ত আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে। যখনই আমরা সুযোগ পাব, আপনাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।'

Pakistan National Anthem Controversy: লজ্জার একশেষ, হাসির খোরাক গোটা পাকিস্তান, জাতীয় সংগীতের বদলে বাজল আইটেম সং!

টিম ইন্ডিয়ার সাফল্যের রহস্য বাতলে দিলেন সূর্য

সূর্যকুমার যাদব জানালেন, সোশ্যাল মিডিয়ার উত্তেজনা থেকে দুরত্ব বজায় রাখার কারণেই ভারতীয় ক্রিকেট দল এই সাফল্য অর্জন করেছে। তিনি বললেন, 'এখানে আসার পর প্রথমদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাহ্যিক শোরগোল থেকে আমরা ৭৫-৮০ শতাংশ দুরে থাকার চেষ্টা করব। আর সেকারণেই মাঠে আমরা যথেষ্ট ফোকাসড থাকতে পেরেছি। পরিকল্পনাগুলো সহজেই বাস্তবায়িত করতে পেরেছি।' সঙ্গে তিনি আরও যোগ করেন, ভারতীয় ক্রিকেট সমর্থকদের সাপোর্ট টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্সকে আরও উজ্জীবিত করেছে। এই গোটা বিতর্কের মধ্যেও ভারতীয় ক্রিকেট দলের জয় এবং সূর্যকুমার যাদবের বক্তব্য একটা বিষয় স্পষ্ট করে দিল, মাঠে হোক কিংবা মাঠের বাইরে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দৃষ্টিভঙ্গি সবসময় একই থাকবে।

Suryakumar Yadav Asia Cup 2025 India vs Pakistan