/indian-express-bangla/media/media_files/2025/09/21/india-vs-pakistan-16-2025-09-21-01-51-10.jpg)
ভারত বনাম পাকিস্তান ম্য়াচের উত্তেজনা আপাতত বাড়ছে
India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) লড়াই আরও হাড্ডাহাড্ডি শুরু হয়েছে। কারণ এবার এই টুর্নামেন্ট পা রেখেছে সুপার ফোর পর্বে। এই রাউন্ডে ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম ম্য়াচ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটি রবিবার (২১ সেপ্টেম্বর) আয়োজন করা হচ্ছে।
Bangladesh Win: মিইয়ে গেল লঙ্কার ঝাঁঝ, 'নাগিন ডার্বি'-তে গর্জে উঠল বাংলার বাঘেরা
ইতিপূর্বে, টুর্নামেন্টের গ্রুপ পর্বে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করেছে। এই ম্য়াচের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাননি। ব্যাপারটা নিয়ে যথেষ্টই জলঘোলা হয়েছিল। আর এই বিতর্কের আবহেই ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া। তবে এই মহাযুদ্ধ আপনি একেবারে বিনা পয়সায় উপভোগ করতে পারবেন। একটা টাকাও আপনার খরচ হবে না।
India vs Pakistan Asia Cup 2025: মুখ যেন নর্দমার পোকা, লাইভ শো'য়ে সূর্যকে গালাগালি পাক ক্রিকেটারের!
ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত সুপার ফোর পর্বের এই ম্যাচটি ২১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে রাত আটটা থেকে শুরু হবে। আর ম্য়াচ শুরুর ঠিক আধঘণ্টা আগে দুই দলের অধিনায়ক টস করার জন্য মাঠে আসবেন।
India vs Pakistan Asia Cup 2025: হারল পাকিস্তান, কেঁদে ভাসালেন সমর্থক! ভাইরাল ভিডিও
ইতিপূর্বে গ্রুপ পর্বের ম্য়াচটাও এই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই খেলা হয়েছিল। তবে আজকের ম্য়াচে টিম ইন্ডিয়া কেমন পারফরম্য়ান্স করে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন। টিম ইন্ডিয়া এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে সুপার ফোর পর্বে জয়যাত্রা শুরু করতে চায়।
ভারত বনাম পাকিস্তান: কোথায়-কীভাবে দেখবেন ম্য়াচ?
২০২৫ এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত বনাম পাকিস্তান ম্য়াচের লাইভ টেলিকাস্ট সোনি স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেল ১, ২, ৩ এবং ৫-য়ে এই ম্য়াচের সরাসরি সম্প্রচার করা হবে। অন্যদিকে, ভারত বনাম পাকিস্তান ম্য়াচের লাইভ স্ট্রিমিং আপনি উপভোগ করতে পারবেন সোনি লিভ (Sony LIV) অ্যাপে। এর পাশাপাশি ফ্যানকোড (Fancode) অ্যাপেও এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে। সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এই ম্য়াচটি দেখার জন্য ৪৯ টাকার বিনিময়ে একটা পাস সংগ্রহ করতে হবে। তাহলেই নিশ্চিন্তে ম্য়াচ উপভোগ করতে পারবেন।
টিম ইন্ডিয়ার স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (উইকেট কিপার), জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হর্ষিত রানা এবং রিঙ্কু সিং।
পাকিস্তানের স্কোয়াড: সলমান আলি (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস (উইকেট কিপার), হাসান নওয়াজ, ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, স্যাম আইয়ুব, সলমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি এবং সুফিয়ান মোকিম।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us