/indian-express-bangla/media/media_files/2025/09/22/suryakumar-yadav-15-2025-09-22-09-05-53.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব
India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) টানা দ্বিতীয়বার পাকিস্তানকে হারাল ভারতীয় ক্রিকেট দল। সুপার ফোর রাউন্ডে টিম ইন্ডিয়া ৬ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচটি জেতার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) একটি বড়সড় মন্তব্য করলেন। ম্য়াচের পর প্রেস কনফারেন্সে এসে সূর্য আক্ষরিক অর্থেই পাকিস্তানের খিল্লি ওড়ালেন। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত ক্রিকেট ম্য়াচকে আর 'লড়াই' বলা উচিত হবে না। এহেন মন্তব্যের পিছনে কারণটাও খোলসা করলেন তিনি।
Abhishek Sharma: রউফের অভদ্রতার যোগ্য জবাব, কড়া ভাষায় 'সবক' শেখালেন অভিষেক! দেখুন ভিডিও
আসলে, ম্য়াচের পর প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। সেখানে একজন সাংবাদিক সূর্যকে প্রশ্ন করেন, এবার কি পাকিস্তান ক্রিকেট দল কিছুটা হলেও লড়াই করতে পেরেছে? এর জবাবে সূর্য মজার ছলে পাকিস্তানকে অপমান করে দিলেন। পাকিস্তান ক্রিকেট দলের দুর্দশাকে ইঙ্গিত করে তিনি বললেন, 'আমার মনে হয় যে এবার অন্তত আপনারা লড়াই-লড়াই বলাটা বন্ধ করুন। লড়াই কাকে বলে? যদি দুটো দলের মধ্যে ১৫-২০ ম্যাচ খেলা হল। আর একটা দল ৮-৭ ব্যবধানে এগিয়ে রইল। তখন সেটাকে একটা ভাল ক্রিকেট ম্যাচ কিংবা প্রতিদ্বন্দ্বিতা বলা যেতে পারে। কিন্তু, যখন কোনও একটা দল একের পর এক ম্য়াচ জিতেই চলেছে, তখন সেটাকে শুধুমাত্র ভাল ক্রিকেট বলা উচিত। কোনও লড়াই নয়।' এরপর হাসতে হাসতে সূর্যকুমার আরও যোগ করলেন, '৩-০, ১০-১... সঠিক পরিসংখ্যানটা আমি ঠিক জানি না। কিন্তু, এটাকে কোনও লড়াই বলে না।'
পরিসংখ্যানে অনেকটাই পিছিয়ে পাকিস্তান
সাদা বলের ক্রিকেটে এই নিয়ে সপ্তমবার ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করল। যদি শুধুমাত্র টি-২০ ক্রিকেটের কথা বলতে হয়, তাহলে সূর্যকুমার যাদব একেবারে সঠিক মন্তব্য়ই করেছেন। দুটো দলের মধ্যে কোনও তুলনাই হয় না। এখনও পর্যন্ত টি-২০ ফরম্য়াটে এই দুটো দলের মধ্যে ১৫ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ভারত জিতেছে ১৩ ম্য়াচে। আর পাকিস্তান জিতেছে মাত্র দুটোয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ২০২২ বিশ্বকাপের পর থেকে টিম ইন্ডিয়ার এই রেকর্ড আরও মজবুত হয়েছে।
India vs Pakistan Asia Cup 2025: 'দেশের জন্য ভাল করো...', পাকিস্তান ম্য়াচের আগে 'হুঙ্কার' সূর্যের
জয়ের নায়ক অভিষেক শর্মা
এবার ম্য়াচের কথায় আসা যাক। টিম ইন্ডিয়া রবিবার (২১ সেপ্টেম্বর) পাকিস্তানকে ৬ উইকেটে পরাস্ত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ১৭১ রান করেছিলেন। টিম ইন্ডিয়া ১৮.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে সেই রানটা তাড়া করে ফেলেছে। এই জয়ের নেপথ্যে কারিগর হলেন অভিষেক শর্মা। তিনি ৩৯ বলে ৫ ছক্কা এবং ৬ বাউন্ডারি হাঁকিয়ে মোট ৭৪ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। সঙ্গে কেড়ে নেন পাকিস্তানিদের রাতের ঘুমও।
ভারত-পাকিস্তান ম্য়াচে নাটক
এই ম্য়াচে যথেষ্ট নাটক দেখতে পাওয়া যায়। পাকিস্তানি বোলাররা স্লেজ করে ভারতীয় ওপেনারদের মনোঃসংযোগ নষ্ট করার চেষ্টা করেছিলেন। জবাবে টিম ইন্ডিয়ার দুই ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মা চোখে চোখ রেখে যোগ্য জবাব দেন। দুজনেই এই ম্য়াচে দুর্দান্ত ব্যাট করলেন। অভিষেকের পাশাপাশি শুভমানও ৮ বাউন্ডারির দৌলতে মাত্র ২৮ বলে ৪৭ রান করেন। শেষবেলায় তিলক বর্মা ৩০ রানে অপরাজিত থাকেন এবং টিম ইন্ডিয়াকে ম্য়াচটা জিতিয়ে মাঠ ছাড়েন। পাকিস্তানের হয়ে সাহিবজাদা ফারহান ৫৮ রানের একটি ইনিংস খেলেছিলেন। এই ম্য়াচে তাঁর বিতর্কিত গণ সেলিব্রেশন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us