Advertisment

India vs Pakistan Cricket Match Score: পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে অনায়াস জয় ভারতের

India vs Pakistan Cricket Match Score Ball by Ball Updates: পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারানোর পরে, রোহিত এবং শিখর ধাওয়ান প্রায় পরপর ফিরে যাওয়ার পরে যে চাপ তৈরি হতে পারত, তার কোনও সুযোগই পাক বোলারদের দেননি আম্বাতি রায়াডু এবং দীনেশ কার্তিক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নায়কোচিত ব্যাটিং

India vs Pakistan Cricket Match Score: দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপের মেগা ম্যাচে পাকিস্তানকে অতি সহজে হারিয়ে দিল ভারত। ভারতের দারুণ বোলিং এবং পাকিস্তানের খারাপ ব্যাটিংয়ের সৌজন্যে মাত্র ১৬২ রানে মুড়িয়ে যায় পাক বাহিনী। বোলিংয়েও তারা প্রায় কোনও দাগই কাটতে পারেনি। প্রথম ১০ ওভার খেলার পরেই বোঝা যাচ্ছিল খেলার ফল কোন দিকে গড়াতে চলেছে। পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারানোর পরে, রোহিত এবং শিখর ধাওয়ান প্রায় পরপর ফিরে যাওয়ার পরে যে চাপ তৈরি হতে পারত, তার কোনও সুযোগই পাক বোলারদের দেননি আম্বাতি রায়াডু এবং দীনেশ কার্তিক। প্রায় ক্লিনিক্যাল ব্যাটিং করে মাত্র ২৯ ওভারে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল ভারতীয় দল। 

Advertisment

Asia Cup 2018 India vs Pakistan Cricket Match Score Ball by Ball Run Updates:

11.30 pm: গতকালের ভুল থেকে শিক্ষা নিয়েছি আমরা। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললেন অধিনায়ক রোহিত শর্মা।

publive-image উচ্ছ্বসিত ভারতীয় দল

11.27 pm: ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হলেন ভুবনেশ্বর কুমার।

11.25 pm: পাকিস্তানের পারফরম্যান্সে নেহাতই নাখুশ হর্ষ ভোগলে

11.22 pm: ভারতের জয়ে হরভজন সিংয়ের প্রতিক্রিয়া

11.05pm: বাউন্ডারি এবং জয়। পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। ৮ উইকেটে জয় তুলে নিল রোহিত বাহিনী। ২৯ ওভারে ১৬৩ রানের লক্ষ্যমাত্রা পার। 

11.02 pm: ২৮ ওভার শেষ। ১৫৪ রান ভারতের। উইকেট পড়েছে ২টি। জয়ের জন্য় বাকি মাত্র ৯ রান।

10.59 pm: সাতাশ ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ১৪৯ । দীনেশ ব্যাটিং ২৬ , রায়াডু ব্যাটিং ২১ । জয়ের জন্য বাকি মাত্র ১৪ রান।

10.48 pm: তাড়াহুড়ো করছেন না রায়াডু কিংবা দীনেশ কার্তিক। দুজনেই ধৈর্য্য রেখে ব্যাট করছেন। সিঙ্গলস নিচ্ছেন। ২৪ ওভার শেষে ভারত ১৩৫ ২ উইকেটে।

10.40 pm: ২২ ওভার শেষে ভারতের রান ১৩০, ২ উইকেটে। আম্বাতি রায়াডু এবং দীনেশ কার্তিক দুজনেই ১৪ রানে ব্যাট করছেন।

10.32 pm: ২০ ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ১২১।

publive-image দারুণ পারফরম্যান্স

10.27 pm: ভারত যদি জেতে, তাহলে বলতেই হবে তার স্থপতি রোহিত-শিখর।

publive-image পাক বোলারদের মাথার উপর চড়ে বসতে দেননি শিখর-রোহিত

10.25 pm: আঠারো ওভারের শেষে ভারতের রান ১১৪ ২ উইকেটে। আর মাত্র ৪৯ রান বাকি জয়ের জন্য।

publive-image দুই ওপেনারে ভিত গড়ে দিয়েছেন।

10.19 pm: আউট। আউট। শিখর পারলেন না হাফ সেঞ্চুরি করতে। মাত্র ৪ রান দূরে আটকে গেলেন তিনি। ফাহিম আশরাফের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হলেন। ভারত ১০৪, ২ উইকেটে।

10.15 pm: ১০০ রানে পৌঁছে গেল ভারত। ১৬ ওভার শেষে ভারতের রান ১ উইকেটে ১০০। শিখর ব্যাটিং ৪২।

10.10 pm: ওভারের প্রথম বলে উইকেট গেলেও চাপ বসতে দেননি রায়াডু-ধাওয়ান। শাদাবের প্রথম ওভারে ৬ রান তুলে নিয়েছেন তাঁরা। হাসান আলিকেও সহজেই খেলেছেন দুজনে। ভারত ১৫ ওভার শেষে ৯৮ এক উইকেটে।

10.02 pm: আউট। আউট হয়ে ফিরে গেলেন ক্যাপ্টেন রোহিত। বোলিংয়ে বদল কাজে লাগল। বল করতে এসেছিলেন শাদাব খান। এবং তাঁর দ্বিতীয় বলেই বোল্ড করে দিলেন রোহিত শর্মাকে। রোহিত বোল্ড শাদাব খান ৫২(৩৯)। ভারত ১ উইকেটে ৮৬।

9.59 pm: রোহিতের পঞ্চাশ। অধিনায়কোচিত ব্যাট করছেন রোহিত শর্মা। এ ওভারে একটি ৬ ও একটি চার মেরে ৩৭ বলে হাফ সেঞ্চুরি করে ফেললেন তিনি।

9.56 pm: ১২ ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ৭৩। ফাহিম আনসারির এ ওভারে একটি বাউন্ডারি মেরেছেন শিখর ধাওয়ান।

9.50 pm: হাসান আলির দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকালেন শিখর ধাওয়ান। ১১ ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ৬৬। শিখর ২৫ (৩৫), রোহিত ৩৯ (৩২)

9.45pm: দশম ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ৫৮।  প্রথম পাওয়ার প্লে-র শেষে অ্যাডভান্টেজ ভারত। এবং অ্যাডভান্টেজের মূল স্থপতি অবশ্যই রোহিত শর্মা।

9.42 pm: উসমান খানকেও এবার বদল করা হল। অন্য প্রান্ত থেকে বল করতে এলেন ডানহাতি ফাস্ট বোলার ফাহিম আশরাফ। ভারতের রান বিনা উইকেটে ৫৩।

9.39 pm: বোলিংয়ে বদল। পাকিস্তানের হয়ে মহম্মদ আমিরের জায়গায় বল করতে এসেছেন ডানহাতি মিডিয়াম পেসার হাসান আলি।

9.35 pm: এবার চার এবং আবার ছয়। পর পর তিন বলে ১৬ রান তুলে নিল ভারত। সৌজন্য রোহিত।

9.32 pm: ভারতের প্রথম ছক্কা। ওভার বাউন্ডারি মারলেন রোহিত শর্মা। বোলার উসমান খান। উসমান তাঁর উপর যে চাপ সৃষ্টি করেছিলেন তা থেকে বেরোতে মরিয়া ছিলেন রোহিত।

9.28 pm: সপ্তম ওভারে কিছুটা হাত খুললেন ভারত অধিনায়ক। রোহিত শর্মার পর পর দুটি বাউন্ডারিতে কিছুটা চাপমুক্তির অনুভূতি। সপ্তম ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ২৭। রোহিত অপরাজিত ১৫ রানে, ধাওয়ান ব্যাটিং ১২।

9.22 pm: মাত্র ২ রান উসমান খানের ওভার থেকে। পাক বোলিংয়ের চাপ বাড়ছে ভারতের উপর। ৬ ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ১৭।

9. 17 pm: মেডেন ওভার। মহম্মদ আমিরও এবার ছন্দে ফিরছেন। তাঁর এ ওভারের তৃতীয় বলে এল বি ডবলিউ-এর আবেদন উঠেছিল ধাওয়ানের বিরুদ্ধে। যদিও তা নাকচ হয়ে গেছে।

9.12 pm: পাকিস্তানের পক্ষে ভাল ওভার। পরিস্থিতি বুঝে শুনে বল করছেন উসমান খান। এ ওভার থেকে ভারতের প্রাপ্তি মাত্র ১ রান।

9.07 pm: নিজের দ্বিতীয় ওভারে ৭ রান দিলেন মহম্মদ আমির। ভারতের রান ৩ ওভারে বিনা উইকেটে ১৪। ধাওয়ান ৯, রোহিত শর্মা ৫।

9.01 pm: পাকিস্তানের দ্বিতীয় ওভারে ভারতের প্রথম বাউন্ডারি এল অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে। বোলার উসমান খান। আমেরের সঙ্গে তিনিই বোলিং ওপেন করেছেন পাকিস্তানের হয়ে।

8.57 pm: পাকিস্তানের হয়ে প্রথম ওভার বল করলেন মহম্মদ আমির। ভারত, প্রথম ওভারে তুলল ২ রান।

8.55 pm: মাঠে নেমে পড়েছে ভারত। শিখর ধাওয়ান এবং অধিনায়ক রোহিত শর্মা ওপেন করছেন প্রত্যাশিত ভাবেই। আজকের ম্যাচ এখন আপাতদৃষ্টিতে সহজ। কিন্তু মনে রাখতে হবে খেলার নাম ক্রিকেট, যা মহান অনিশ্চয়তার খেলা বলে বারবার প্রমাণিত হয়েছে।

8.45 pm: ভারতের আজকের সফল বোলার, পরিসংখ্যানের হিসেবে ভুবনেশ্বর কুমার। তিনি ৭ ওভার বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তবে আজ যাঁর কথা না বললেই নয়, তিনি কেদার যাদব। দীর্ঘদিন পর মাঠে ফিরলেন তিনি, তাও এই হাই ভোল্টেজ ম্যাচে। এবং প্রায় ভিনি-ভিডি-ভিসি স্টাইলে ৯ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন।

8.33 pm: পাকিস্তান ইনিংসে সবচেয়ে বেশি রান করলেন বাবর আজম, তাঁর সংগ্রহ ৪৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান শোয়েব মালিকের, তিনি করেছেন ৪৩।

8.07 pm: শেষ!! পাকিস্তানের ইনিংস শেষ হলো ১৬২ রানে। শেষ উইকেট তুলে নিলেন বুমরা, উসমান খানকে শূন্যতে আউট করে।

8.05 pm: আউট! (হাসান আলি, কট কার্তিক, বোল্ড কুমার, ১)

8.02 pm: ৪১ ওভার শেষ, পাকিস্তান ১৬০/৮। ২০০ রান আপাতত মরীচিকা।

8.00 pm: আউট! (ফাহিম আশরাফ, কট ধাওয়ান, বোল্ড বুমরা, ২১)

publive-image ম্যাচের আগের প্রার্থনা শুনেছেন গণেশ ঠাকুর

7.50 pm: পুরো পঞ্চাশ ওভার ব্যাট করাটাই এখন আসল চ্যালেঞ্জ পাকিস্তানের। যদিও ফাহিম আশরাফ এবং মহম্মদ আমিরের ৩৫ রানের অমূল্য পার্টনারশিপের দৌলতে স্কোর এখন ১৫৬/৭

7.33 pm: হার্দিকের আঘাত নিয়ে শেষতম খবর: পিঠের নিচের দিকে চোট পেয়েছেন। ব্যাট করতে পারবেন কি না, অনিশ্চিত। টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা। তেমন কিছু ঘটলে সম্ভাব্য বদলি ক্রিকেটার বিজয় শংকর, খবর বোর্ড সূত্রে।

7.25 pm: আউট! শাদাব খান (স্টাম্পড ধোনি, বোল্ড কেদার যাদব, ৮)

7.23 pm: রোহিত আক্রমণে ফিরিয়ে আনলেন বুমরাকে। স্ট্র্যাটেজি পরিষ্কার, টেল এন্ডারদের যত দ্রুত সম্ভব দুমড়ে দেওয়া।

publive-image তাসের ঘরের মত ভেঙে পড়ছে পাকিস্তান

7.20 pm: ৩১ ওভার শেষ, পাকিস্তানের স্কোর ১১৭/৬। ব্যাটিং সহায়ক পিচে পাক টপ অর্ডারের দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।

7.15 pm: ফিফথ বোলারের অভাব বুঝতে দিচ্ছেন না কেদার যাদব। চার ওভার হাত ঘুরিয়ে শিকার দুটো মূল্যবান উইকেট।

7.09 pm: আউট! আসিফ আলি (কট ধোনি, বোল্ড কেদার যাদব, ৯)


7.06 pm: ভারত চালকের আসনে। ধুঁকছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে এখন দুশো পেরোনোও অনিশ্চিত দেখাচ্ছে। মাঠ জুড়ে তারস্বরে চলছে, "জিতেগা ভাই জিতেগা, হিন্দুস্থান জিতেগা"!

7.04 pm: আউট! রায়াডুর ডাইরেক্ট থ্রোতে শোয়েব মালিক আউট!

6.54 pm: আউট! সরফরাজ আহমেদ (কট মণীশ পাণ্ডে বোল্ড কুলদীপ, ৬)

6.48 pm: ক্যাচ মিস! ডিপ মিড উইকেটে শোয়েব মালিকের ক্যাচ ফেললেন ভুবনেশ্বর। বোলার কুলদীপ। পাকিস্তান ৯৩/৩।

6.46 pm: বহু প্রতীক্ষিত উইকেট নিয়ে চার্জড আপ ভারত। ২৩ ওভারে ৮৭/৩ পাকিস্তান।

6.43 pm: হার্দিকের চোট ভোগাবে ভারতকে। বল করতে না পারলে পঞ্চম বোলারের কাজ চালাতে হবে কেদার যাদবকে দিয়ে।


6.40 pm: আউট! বাবর আজম (৪৭) বোল্ড কুলদীপ যাদব 

6.35 pm: অর্ধশতক থেকে আর চার রান দূরে বাবর আজম।

6.30 pm: তৃতীয় উইকেটের এই জুটি ভাঙা দরকার ভারতের। সেট করে যাচ্ছেন বাবর-শোয়েব। ওভার পিছু চারের রানরেট ছুঁয়ে ফেলেছে পাকিস্তান। উইকেট চাই যত দ্রুত সম্ভব। ১৯ ওভার শেষ, স্কোর ৭৬/২।


6.25 pm: হার্দিক পান্ডিয়ার ওভার শেষে তাঁর হ্যামস্ট্রিং-এ টান। ১৭.৫ বলে স্কোর ৭৩/২। হার্দিক আপাতত মাঠের বাইরে। ওভার শেষ করলেন অম্বটি রায়ডু। স্কোর রইল ৭৩-এই।

6.18 pm: চাহালের বোলিং এখনও নখদন্তহীন এই ব্যাটিং সহায়ক পিচে।

6.15 pm: ক্যাচ মিস! থার্ড ম্যানের দিকে খেলতে গিয়ে ধোনির হাতে ক্যাচ তুলে দিচ্ছিলেন শোয়েব। এক হাতে ধরতে পারলেন না প্রাক্তন অধিনায়ক। ১৬ ওভারের শেষে ৬০/২।

publive-image শুরুর উল্লাস কিছুটা হলেও দমিয়ে দিচ্ছে শোয়েব-বাবর জুটি

6.05 pm: পঞ্চাশ অতিক্রান্ত পাকিস্তানের। ১৪.৪ ওভারে ৫৭/২।

6.00 pm: ত্রয়োদশ ওভারে কুলদীপ যাদবকে লং অনের উপর দিয়ে শোয়েব মালিকের ছক্কা। শুরুর ধাক্কা সামলে ক্রমশ থিতু হচ্ছে বাবর-মালিক জুটি। ১৩ ওভারে ৪৯-২।


5.54 pm: ভুবনেশ্বর এবং বুমরা যে চাপের সৃষ্টি করেছিলেন তা কিছুটা হলেও কমেছে পরপর তিনটি ভালো ওভারের দৌলতে। ১২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩৯/২।

5.48 pm: শেষ হলো পাওয়ার প্লে। দশ ওভারের শেষে ২৫/২ পাকিস্তান।


5.45 pm: গ্যালারিতে এখন তেরঙা পতাকার দাপট, ঝিমিয়ে রয়েছেন পাক সমর্থকরা। নয় ওভার শেষে পাকিস্তান ২২/২।

5.40 pm: টস জিতে পাক অধিনায়ক বলেছিলেন, ২৮০ তোলাটাই লক্ষ্য। শুরুটা যেমন হয়েছে, লক্ষ্যে পৌঁছতে গেলে বড় ইনিংস খেলতে হবে অন্তত দু'জনকে। আপাতত ২৬০ হলেও খুশি থাকবে পাকিস্তান।

5.35 pm: ক্রিজে বাবর আজম আর শোয়েব মালিক। ধস আটকানোই যাঁদের কাছে এখন মূল চ্যালেঞ্জ।

5.25 pm: দুরন্ত শুরু ভারতের। তিন রানের মাথায় ফিরে গেলেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম উল-হক (২) ও এফ জামান (০)। দু'টি উইকেটই নিলেন ভুবনেশ্বর কুমার। আপাতত অপ্রতিরোধ্য বুমরা-ভুবি।

5.00 pm: ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বতি রায়ডু, দীনেশ কার্তিক, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও জশপ্রীত বুমরা

পাকিস্তান: ইমাম উল-হক, এফ জামান, বি আজাম, এস মালিক, এস আহমেদ, এ আলি, এস খান, এফ আশরাফ, এম আমির, এইচ আলি, ইউ শিনওয়ারি


4.30 pm: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত  নিল পাকিস্তান।

3.20 pm: হংকংয় ম্যাচের পরেই পাকিস্তানের সঙ্গে খেলবে ভারত। টিম হোটেল থেকে বাসে উঠল রোহিত শর্মা অ্যান্ড কোং। বিসিসিআই সেই ভিডিও টুইট করল।

cricket Asia Cup
Advertisment