Asia Cup 2018: India vs Pakistan ODI Match Live Streaming Online : এশিয়া কাপের প্রথম রাউন্ডের ম্যাচে পাকিস্তানকে মুখ তুলতে দেয়নি ভারত। রোহিত শর্মা অ্যান্ড কোং আট উইকেটে হারিয়ে দিয়েছে সরফরাজ আহমেদের পাকিস্তানকে। বহু প্রতীক্ষিত মহারণ একেবারেই ফ্যাকাশে দেখিয়েছিল। একতরফা খেলেই ভারত জিতে গিয়েছিল।
রবিবার ফের দুবাইয়ে মুখোমুখি ভারত পাকিস্তান। এখন দেখার সরফরাজরা প্রত্যাবর্তন করতে পারে কি না! গত শুক্রবার বাংলাদেশকেও সাত উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। দেখতে গেল রীতিমতো আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে নীল জার্সিধারীরা। ওদিন আবার আফগানিস্তানকে তিন উইকেটে হারিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পাকিস্তান। এখন দেখার আজকের ইন্দো-পাক মহারণে কী হয়!
India vs Pakistan ODI Match Live Streaming Online
হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের সম্প্রচার নিয়ে সমস্ত খুঁটিনাটি দেখে নিন।
When and where to watch Asia Cup India vs Pakistan ODI Cricket Match online and Live Streaming
ভারত বনাম পাকিস্তানের খেলা কবে?
রবিবার, ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ।
.ম্যাচ কোথায় খেলা হবে?
ভারত বনাম পাকিস্তানের এশিয়া কাপের এই ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
ম্যাচ কখন শুরু?
ভারত বনাম পাকিস্তান ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়।
কোন কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
সরাসরি ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস ১ এবং ১ এইচ ডি, সিলেক্ট ১ ও সিলেক্ট ১ এইচ ডি-তে এবং হিন্দি ১ ও হিন্দি ১ এইচ ডি-তে।
অনলাইনে ম্যাচ দেখা যাবে কীভাবে?
হটস্টার ডট কমে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া দেখা যাবে এই সাইটে অর্থাৎ https://bengali.indianexpress.com/ – এ।