Advertisment

ফল যাই হোক, প্রকৃত স্পোর্টসম্যানের মতো মেনে নিক সরফরাজরা, টুইট ইমরানের

ফের একবার ভারত-পাকিস্তান মহারণ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ফিরে গেলেন নিজের ক্রিকেটীয় দিনগুলিতে। ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক ইন্দো-পাক মহারণের স্মৃতিচারণা করলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs Pakistan: Pakistan Prime Minister Imran Khan Wishes Team Good Luck, Offers Advice

ফল যাই হোক, প্রকৃত স্পোর্টসম্যানের মতো মেনে নিক সরফরাজরা, টুইট ইমরানের

ফের একবার ভারত-পাকিস্তান মহারণ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ফিরে গেলেন নিজের ক্রিকেটীয় দিনগুলিতে। ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক ইন্দো-পাক মহারণের স্মৃতিচারণা করলেন। সরফরাজদের পরামর্শ দেওয়ার পাশাপাশি শুভেচ্ছাবার্তাও জানালেন তিনি। রবিবার ইমরান নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একাধিক টুইট করলেন। তিনি পরিস্কার বলে দিলেন হারের ভয় মন থেকে সরিয়ে উন্মুক্ত মনে ক্রিকেট খেলতে।

Advertisment

ইমরান বলছেন, "আমি যখন ক্রিকেট খেলা শুরু করি তখন ভাবতাম শতকরা একশ ভাগের মধ্যে ৭০ শতাংশ ট্যালেন্ট আর ৩০ শতাংশ মানসিকতার প্রয়োজন। কিন্তু যখন খেলা শেষ করি তখন ভাবলাম বিষয়টা ৫০-৫০। কিন্তু এখন আমি আমার বন্ধু গাভাস্করের সঙ্গে একমত। ৬০ শতাংশ মনের জোর ও ৪০ শতাংশ ট্যালেন্ট প্রয়োজন। আম মনের ভূমিকা ৬০ শতাংশেরও বেশি। আজ দু'দলই প্রচণ্ড মানসিক চাপে থাকবে। মনের জোরই ম্য়াচের ভাগ্য গড়ে দেবে। আমরা ভাগ্যবান যে, সরফরাজের মতো একজন বোল্ড ক্যাপ্টেন পেয়েছি। আজ ওকে সেরা ফর্মে থাকতেই হবে। মাথা থেকে হারার ভয় দূর করেই খেলতে হবে। হারের ভয় অত্যন্ত নেতিবাচক একটা দিক। রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নেওয়ায় ঠিক নয়। এটা বিপক্ষের সুবিধা করে দেয়। আমি সরফরাজদের বলব ওরা আক্রমণাত্মক ক্রিকেট খেলুক। একজন বিশেষজ্ঞ ব্য়াটসম্যান আর বোলার থাকুক দলে।"

আরও পড়ুন: সীমান্তে সেনা গলা ফাটাচ্ছে ভারতের জন্য, মাঠে রয়েছেন রণবীর, টিভি-র সামনে কিং

ইমরান আরও বলেছেন, "আজ ভারত ফেভারিট হতে পারে ঠিকই, কিন্তু পাকিস্তানকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। শেষ বল পর্যন্ত লড়াই করতে হবে। ফল যাই হোক না কেন একজন প্রকৃত স্পোর্টম্যানের মতোই সেটা মেনে নিতে হবে। গোটা দেশের প্রার্থনা পাকিস্তানের সঙ্গে রয়েছে। অনেক শুভেচ্ছা সরফরাজদের।"

India pakistan imran khan Cricket World Cup
Advertisment