/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/india-pakistan.jpg)
ভারত-পাক দুই দ্বৈরথেই রয়েছে বৃষ্টির হাতছানি
১৫ অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচ। সেই ম্যাচের দিনক্ষণ বদলে যেতে পারে। আইসিসির তরফে টুর্নামেন্টের সবথেকে হাইপ্রোফাইল ম্যাচ ফেলা হয়েছে নবরাত্রির শুরুতেই। আর নবরাত্রিতে গোটা গুজরাট জুড়েই সেলিব্রেশন চলে। গরবা নাচে আমোদ চলে গোটা গুজরাট জুড়ে। সেই কারণেই নিরাপত্তা এজেন্সির তরফে বিসিসিআইকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে ম্যাচের দিনক্ষণ বদলানো হয়।
আর এই পরামর্শ মেনেই যদি ম্যাচের সূচি বদলানো হয়, তাহলে সমর্থকদের জন্য অপেক্ষা করছে নিদারুণ যন্ত্রণা। টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সব নিঃশেষিত হয়ে যায়। ব্রডকাস্টাররাও এই ম্যাচ নিয়ে গগনচুম্বী টিআরপির প্রত্যাশায় রয়েছে।
বোর্ডের এক শীর্ষ আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেছেন, "সমস্ত অপশন খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা এজেন্সির তরফে বলা হয়েছে, নবরাত্রির সঙ্গে দিনক্ষণের সংঘাত ঘটছে। হাজার হাজার সমর্থক যাঁরা আহমেদাবাদে আসছেন তাঁদের জন্য অনভিপ্রেত অবস্থা এড়ানো উচিত।"
জুনের শেষের দিকে আইসিসির তরফে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছিল। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপের চারটে মার্কি ম্যাচ ফেলা হয়েছে- নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, ভারত বনাম পাকিস্তান, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া এবং ফাইনাল। ১০ টি ভেন্যুতে আয়োজিত হবে বিশ্বকাপের সমস্ত ম্যাচ। সেমিফাইনাল ম্যাচ ফেলা হয়েছে মুম্বই এবং কলকাতায়।
আহমেদাবাদ থেকে জানা যাচ্ছে মধ্য অক্টোবরে সমস্ত ডেটে সমস্ত হোটেলে বুকড। এমনকি হোমস্টেতেও আর থাকার জায়গা নেই। এমনকি বিমানভাড়া বেড়ে যাওয়ারঅস সমূহ সম্ভাবনা রয়েছে। ভারত-পাক ম্যাচের দিনক্ষণ এরপরে বদলে গেলে বিমানের টিকিট এবং হোটেল বুকিং গনহারে ক্যানসেল করা হবে।
মঙ্গলবার রাতে বোর্ড সচিব জয় শাহ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক সমস্ত ক্রিকেট সংস্থাগুলির সঙ্গে বৈঠকের আহ্বান করেছেন। সেই বৈঠকে বিশ্বকাপ চলাকালীন নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করা হবে। সেই বৈঠকেই আহমেদাবাদের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হবে এবং চূড়ান্ত দিন জানানো হতে পারে।