স্কটল্যান্ড: ৯৫/১০ (১৭.৪ ওভার)
ম্যাচ শুরুর আগে স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার বড় মুখ করে বলেছিলেন দুবাইয়ে জিতে ইতিহাস গড়তে চান। ইতিহাস গড়তে চাওয়া সেই স্কটল্যান্ডই প্রথমে ব্যাট করতে নেমে রানে অলআউট হয়ে গেল। অসহায়ভাবে আত্মসমর্পণ করে বসল টিম কোহলির কাছে। শামির পেস এবং জাদেজার স্পিনের সামনে স্কটল্যান্ড পুরো ২০ ওভারও টিকতে পারল না। ১৭.৪ ওভারেই খতম স্কটল্যান্ডের যাবতীয় প্রতিরোধ।
শুরু হয়েছিল জসপ্রীত বুমরার বলে ক্যাপ্টেন কোয়েটজারের বোল্ড হওয়া থেকে। তারপরে সময় যত গড়িয়েছে, ততই স্কটল্যান্ডের বিপর্যয়ে নতুন নতুন মাত্রা যোগ হয়েছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় সিএসকে তারকার! বিশ্বকাপের মঞ্চে বিরাট ঘোষণা ধোনির সতীর্থের
জাদেজার বলে কার্যত কিনারাই করতে পারেননি স্কটিশরা। দুবাইয়ের পিচে জাদেজা কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়ে গেলেন। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে জাদেজার শিকার তিনজন। মহম্মদ শামি আফগানিস্তান ম্যাচের মতই ঝলসে উঠলেন স্কটিশদের বিরুদ্ধেও। ৩ ওভারে ১৫ রান খরচ করে তাঁরও শিকার ৩জন। শার্দূল ঠাকুরের বদলে নামা বরুণ চক্রবর্তী কোনও উইকেট না পেলেও বুমরা এবং অশ্বিনের শিকার সংখ্যা যথাক্রমে ২ এবং ১।
অঙ্ক বলছে, নিউজিল্যান্ডের নেট রানরেট পেরোনোর জন্য ভারতকে এই টার্গেট পেরোতে হবে ৮.৫ ওভারের মধ্যে। আফগানিস্তানের রান রেট টপকাতে হলে ভারতকে ৮৬ তুলতে হবে ৭.১ ওভারের মধ্যে। ভারত কি পারবে এই অঙ্ক মেলাতে?
তার আগে জন্মদিনে টস ভাগ্য সঙ্গ দিয়েছিল কোহলিকে। বহুদিন পরে টসে জিতে স্কটল্যান্ডকে ব্যাট করতে পাঠান কোহলি। ভারতের একাদশে শুক্রবার একটি পরিবর্তন ঘটেছে। শার্দূলের জায়গায় প্রথম একাদশে ফেরানো হয়েছিল বরুণ চক্রবর্তীকে।
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন