Advertisment

শার্দূলকে বাইরে রাখল ভারত! 'ফ্লপ' তারকাকে ফের ফেরালেন কোহলি

আগের ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে ভারত স্বমহিমায় ফেরত এসেছে। ব্যাটে বলে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

অবশেষে টস ভাগ্য ফিরল কোহলির। ক্যাপ্টেন কোহলির জন্মদিনে স্বস্তি দিল এবার টস। স্কটল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল ভারত।

Advertisment

আফগানিস্তান ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন ঘটিয়ে খেলতে নামছে ভারত। বরুণ চক্রবর্তী ফিট হয়ে ওঠায় তিনি দলে ফিরলেন শার্দূল ঠাকুরের জায়গায়। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদমই বরুণ ভরসা জাগাতে পারেননি ভারতের। ফ্লপ তারকার তকমা বসে গিয়েছিল নাইট তারকার জার্সিতে। তাঁকেই ফের সুযোগ দিলেন ক্যাপ্টেন কোহলি।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় সিএসকে তারকার! বিশ্বকাপের মঞ্চে বিরাট ঘোষণা ধোনির সতীর্থের

টসে কোহলি বলে দিলেন, কোনওরকম অঙ্ক না কষেই মাঠে নামছে ভারত। স্কটল্যান্ড ম্যাচে খেলতে নামার আগে ভারতের নজর ছিল নামিবিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচে। অঘটনের আশায় বসে ছিল ভারত। তবে আশা জাগিয়েও নামিবিয়া পারল না।

নিউজিল্যান্ডের ১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের আশা জাগিয়ে নামিবিয়ার দুই ওপেনার স্টিফেন বার্ড এবং মিচেল ভ্যান লিঙেন স্কোরবোর্ডে দ্রুত ৪৭ তুলে দিয়েছিলেন। তবে নিশামের বলে লিঙেন ফিরতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নামিবিয়ার ইনিংস। শেষ পর্যন্ত ১১১-র বেশি তুলতে পারেনি নামিবিয়া।

ভারতের প্রথম একাদশ:

রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

T20 World Cup Indian Cricket Team Scotland
Advertisment