Advertisment

ক্যাপ্টেন রাহুলের টিম ইন্ডিয়ায় অভিষেক KKR তারকার! প্ৰথম ODI-র দলে একাধিক চমক

বুধবার থেকে বিরাট কোহলি স্রেফ একজন টিম ইন্ডিয়ার সদস্য আর অধিনায়ক নন। এবার শুরু হচ্ছে কেএল রাহুলের অধিনায়কত্ব।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টি২০-তে আগেই অভিষেক ঘটিয়েছিলেন। এবার জাতীয় দলের হয়ে ওয়ানডে দলেও অভিষেক ঘটিয়ে ফেললেন কেকেআরের তারকা ভেঙ্কটেশ আইয়ার। বুধবার পার্লে প্ৰথম ওয়ানডেতে অধিনায়ক যে একাদশ ঘোষণা করেছেন, সেখানে জায়গা হয়েছে ভেঙ্কটেশ আইয়ারের।

Advertisment

টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্ৰথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট হাতে কাকে দেখা যায়, তা নিয়ে আগ্রহ ছিল। অভিজ্ঞ শিখর ধাওয়ানের সঙ্গেই দলে জায়গা পাওয়ার লড়াইয়ে ছিল আইপিএল, বিজয় হাজারেতে দুরন্ত পারফর্ম করে আসা রুতুরাজ গায়কোয়াডকে। তবে বিদেশের পিচে অভিজ্ঞ ধাওয়ানের ব্যাটেই আস্থা রাখল ভারত।

আরও পড়ুন: এই পাঁচ শৃঙ্গ জয়ে ইতিহাসে ক্যাপ্টেন কোহলি! পাতা উল্টে দেখুন সেরার সেরা কীর্তি

তিন এবং চারে যথারীতি বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। জায়গা হল না সূর্যকুমার যাদবের। বিরাট সাত বছর পর এই প্ৰথমবার স্রেফ একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে নামছে। এটাই কার্যত মূল আকর্ষণ। কেএল রাহুল টসের সময় বলে গেলেন, "বিরাট এতদিন আমাদের দলের অধিনায়ক ছিলেন। এটা গোটা দলের কাছেই প্রচন্ড আবেগের।" শেষবার বিরাট যখন স্রেফ একজন ব্যাটসম্যান হিসেবে খেলেছিলেন, তখন ২০১২। হোবার্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচের পরেই ভাইস ক্যাপ্টেন করা হয় তাঁকে।

উইকেটকিপার ঋষভ পন্থের পরে ফিনিশারের ভূমিকায় রাখা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে, যিনি আবার কেকেআরের জার্সিতে ওপেন করতে অভ্যস্ত। দক্ষিণ আফ্রিকার জার্সিতে আবার বুধবার অভিষেক ঘটছে মার্কো জ্যানসেনের।

বোলিংয়ে জোড়া স্পিনার এবং তিন পেসার খেলাচ্ছে ভারত। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে স্পিন-ডেপুটি হিসাবে থাকছেন চাহাল। বুমরা-ভুবনেশ্বরের সঙ্গে পেস বিভাগে রাখা হয়েছে শার্দূলকেও।

সফরে এই প্ৰথমবার টসে হারল ভারত। তবে তা নিয়ে চিন্তিত নন ক্যাপ্টেন রাহুল। বলে দিয়েছেন, "দল হিসেবে আমরা যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। কোয়ালিটি স্পিনারদের পাশাপশি সিমার হিসাবে ভুবি-বুমরা রয়েছে। শুরুতেই প্রতিপক্ষের বেশ কিছু উইকেট তুলে নিতে পারলে চাপ রাখা যাবে।"

ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KL Rahul Indian Cricket Team South Africa
Advertisment