scorecardresearch

বড় খবর

বুধবার-ই শুরু হাড্ডাহাড্ডি ভারত-দক্ষিণ আফ্রিকা ODI! কখন, কোথায়, কোন চ্যানেলে দেখবেন

টেস্ট সিরিজ খোয়াতে হয়েছে ভারতকে। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নামবে টিম ইন্ডিয়া। কবে, কখন দেখা যাবে খেলা।

টেস্ট সিরিজ আপাতত অতীত। এবার ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। প্ৰথম টেস্টে সেঞ্চুরিয়নে ভারত জিতলেও তারপরের দুই টেস্টে হেরে সিরিজ খুঁইয়েছে টিম ইন্ডিয়া।

টেস্ট সিরিজের হতাশা এবার ওয়ানডে সিরিজে মিটিয়ে ফেলতে বদ্ধপরিকর ভারতীয় ব্রিগেড। প্ৰথম ওয়ানডে শুরু হবে ১৯ জানুয়ারি। দ্বিতীয় এবং তৃতীয় একদিনের ম্যাচ হবে যথাক্রমে ২১ এবং ২৩ তারিখে।

ভারতের স্কোয়াডে একাধিক রদবদল ঘটছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই ঘোষণা করা হয়েছিল, রোহিত শর্মা ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক। তবে সরকারিভাবে অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ার পরে অবশ্য মাঠে নামতে পারেননি তিনি। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে গোটা প্রোটিয়াজ সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে আপাতত টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা।

আরও পড়ুন: কোহলি খেলবেন রাহুলের নেতৃত্বে! প্রোটিয়াজদের বিরুদ্ধে প্ৰথম ODI-তে কেমন দল সাজাচ্ছে ভারত

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্ৰথম ODI কবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্ৰথম ODI ১৯ জানুয়ারি, বুধবার।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ কোথায় হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্ৰথম ও দ্বিতীয় ODI পার্লের বোল্যান্ড পার্কে হবে। তৃতীয় ওয়ানডে হবে কেপটাউনের নিউল্যান্ডসে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ODI কখন শুরু হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ODI সিরিজের প্রতিটি ম্যাচ হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২-টায়।

আরও পড়ুন: এই পাঁচ শৃঙ্গ জয়ে ইতিহাসে ক্যাপ্টেন কোহলি! পাতা উল্টে দেখুন সেরার সেরা কীর্তি

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্ৰথম ODI সিরিজ কোন চ্যানেলে দেখা যাবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রতিটি ম্যাচ স্টার স্পোর্টসে উপভোগ করা যাবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ODI সিরিজ কোন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্ৰথম টেস্ট হটস্টার এপে সরাসরি সম্প্রচারিত হবে।

ভারতের একদিনের সিরিজের স্কোয়াড: কেএল রাহুল, রুতুরাজ গায়কোয়াডজ ঈশান কিষান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, জয়ন্ত যাদব, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, শার্দূল ঠাকুর, নভদীপ সাইনি

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India vs south africa 1st odi when and where to watch live streaming prediction line up