বৃহস্পতিবার প্ৰথম টি২০ ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। অক্টোবর-নভেম্বরে টি২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে প্রোটিয়াজদের বিরুদ্ধে টি২০ সিরিজ থেকেই। দলের প্ৰথম সারির একাধিক তারকাকে না পেলেও ঘরের মাঠে ভারত কার্যত অপ্রতিরোধ্য। ২০১৮ সালের পর থেকে ভারত ঘরের মাঠে একটাও টি২০ সিরিজ হারেনি। ঘরের মাঠে শেষবার ১৪ মাস আগে কোনও টি২০-তে হেরেছিল টিম ইন্ডিয়া।
কেএল রাহুল এবং কুলদীপ যাদব ম্যাচের একদিন আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন। বাকি ভারতীয় স্কোয়াডের সকলেই ফিট। দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। হার্দিক পান্ডিয়া ডেপুটি হচ্ছেন।
India vs South Africa 1st টি২০ ম্যাচ কবে এবং কোন সময়ে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্ৰথম টি২০ ম্যাচ বৃহস্পতিবার, ৯ জুন। সন্ধেয় ৭টায়।
আরও পড়ুন: হার্দিক-ধোনিকে রুখে দেন IPL-এ! উমরান নন, এই তারকারই অভিষেক ঘটতে পারে জাতীয় দলে
India vs South Africa 1st টি২০ কোথায় হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্ৰথম টি২০ ম্যাচ নয়া দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আয়োজিত হবে।
কোন চ্যানেলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar এপ-এ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াড:
কেএল রাহুল, ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিশ্নোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, আর্শদীপ সিং, উমরান মালিক