New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/Shreyas-Iyer.jpg)
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে খেলতে নেমেছে ভারত। রাহানে নাকি শ্রেয়স আইয়ার- কার জায়গা হয় দলে, সেটাই ছিল দেখার।
রেকর্ড গড়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার পরই বাদ পড়তে হল শ্রেয়স আইয়ারকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে একের পর এক কীর্তি গড়েছিলেন শ্রেয়স আইয়ার। প্ৰথম ইনিংসে শতরানের পরে দ্বিতীয় ইনিংসেও হাফসেঞ্চুরি করে মহানজির স্থাপন করেছিলেন।
সেই শ্রেয়স আইয়ারকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্ৰথম টেস্টে বাইরে রাখল টিম ইন্ডিয়া। শ্রেয়স আইয়ারের বদলে কোচ দ্রাবিড়ের আস্থা রাহানেতেই।
সেঞ্চুরিয়ন টেস্টে ভারতের বাকি দল মোটামুটি চূড়ান্তই ছিল। ম্যাচের আগেই অস্থায়ী সহ অধিনায়কত্বের দায়িত্বে থাকা কেএল রাহুল জানিয়েছিলেন পাঁচ বোলারে দল সাজাবে ভারত।
আরও পড়ুন: জাতীয় দল থেকে শীঘ্রই বাদ পড়বেন কোহলি, বিরাট ভবিষ্যৎবাণী ঘিরে তোলপাড়
সেই হিসাব মেনেই চার সিমার এক স্পিনার কম্বিনেশন। ফার্স্ট চয়েস স্পিনার যথারীতি রবিচন্দ্রন অশ্বিন। বাকি তিন পেসার মোটামুটি চূড়ান্তই ছিল- জসপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ। দেখার ছিল চতুর্থ পেসার হিসাবে ইশান্ত শর্মা নাকি শার্দূলে আস্থা রাখেন কোচ দ্রাবিড়। তবে শার্দূলের ব্যাটিং প্লাস পয়েন্ট। লোয়ার অর্ডারে কার্যকরী ভূমিকা নিতে পারবেন মুম্বইকর। সেই হিসাবে ইশান্ত শর্মা বাদ।
Captain @imVkohli wins the toss and #TeamIndia will bat first.
A look at our Playing XI for the 1st Test.#SAvIND pic.twitter.com/DDACnaXiK8— BCCI (@BCCI) December 26, 2021
তবে এসব কিছুই নয়। রবিবার ভারত রাহানেকে বাদ দেওয়ার সাহস দেখায় কিনা, সেটাই ছিল মূল ফোকাসে। বোঝা গেল, দ্রাবিড় এখনও বিদেশের পিচে অনভিজ্ঞ শ্রেয়সের বদলে অভিজ্ঞতায় পূর্ণ রাহানের ওপরে ভরসা রাখছেন। কোচ দ্রাবিড়ের সেই আস্থার মর্যাদা দিতে পারবেন কি রাহানে, সেটাই এখন দেখার।
টসে জিতে প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল ভারত। দক্ষিণ আফ্রিকার জার্সিতে আবার সেঞ্চুরিয়নে অভিষেক ঘটছে মার্কো জানসেনের। যিনি ক্রিকেট মহলে ইতিমধ্যেই পরিচিত মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলায়।
ভারতের প্ৰথম একাদশ:
মায়াঙ্ক আগারওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন