চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার! তবু দ্বিতীয় ODI-তে বাইরেই সূর্যকুমার-রুতুরাজ

প্ৰথম ওয়ানডেতে হেরে গিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হবে, এমন আবহেই মরণ বাঁচন ম্যাচে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া।

চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার! তবু দ্বিতীয় ODI-তে বাইরেই সূর্যকুমার-রুতুরাজ

প্ৰথম একদিনের ম্যাচের একাদশই অপরিবর্তিত রাখল ভারত। তুমুল ব্যাটিং ব্যর্থতার পরে সূর্যকুমার যাদব অথবা রুতুরাজ গায়কোয়াডকে প্ৰথম একাদশে ঠাঁই দেওয়া হয় কিনা, তা নিয়ে আগ্রহ ছিল।

তবে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে টসে জেতার পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন কেএল রাহুল। তখনই জানিয়ে দেন আগের ম্যাচের একাদশ-ই অপরিবর্তিত থাকছে।

আরও পড়ুন: টি২০ বিশ্বকাপে ফের হাড্ডাহাড্ডি ভারত-পাকিস্তান! কবে, কোথায় খেলা জানুন সূচি

অধিনায়ক রাহুল টসের পরে বলে দিয়েছেন, “একদম সোজাসুজি আমরা ব্যাটিং নিচ্ছি। প্ৰথমে ব্যাট করে স্কোরবোর্ডে রান তুলতে হবে। পরের দিকে উইকেট কিছুটা স্লো হয়ে যাবে, এমনটাই ধারণা। শেষ ম্যাচে আমরা খুব বেশি ভুল করিনি। তবে মিডল ওভারে ম্যাচ আমরা হাতছাড়া করেছি। ব্যাটিংয়েও যেমন পার্টনারশিপ গড়তে পারিনি, তেমন বল হাতেও প্রতিপক্ষের পার্টনারশিপ ব্রেক করতে পারিনি।”

“বিরাট এবং শিখর ধাওয়ান দারুণ ব্যাট করেছে। টেম্পো ধরে রেখেছিল। আর একটা পার্টনারশিপ হলেই হয়ত ম্যাচ বের করে ফেলতাম আমরা। আমরা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। ব্যাটসম্যানরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। কেউই ইচ্ছাকৃতভাবে ভুল করেনা। সকলেই চেষ্টা করেছে। প্ৰথম ম্যাচের অভিজ্ঞতা নিয়েই আমরা নামছি। একই দল থাকছে।”

ভারতের পরিবর্তন না ঘটলেও প্রোটিয়াজ একাদশে একটি পরিবর্তন ঘটেছে। মার্কো জ্যানসেনের বদলে জায়গা পেয়েছেন সিসান্দা মাগালা।

ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India vs south africa 2nd odi in paarl playing xi line up and toss update

Next Story
টি২০ বিশ্বকাপে ফের হাড্ডাহাড্ডি ভারত-পাকিস্তান! কবে, কোথায় খেলা জানুন সূচি
Exit mobile version