জোহানেসবার্গ টেস্টে খেলছেন না বিরাট কোহলি। দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে পিঠে চোট রয়েছে তারকার। তাই কোহলির জায়গায় দলে খেলছেন হনুমা বিহারি। কোহলি না খেলায় দলকে নেতৃত্ব দিচ্ছেন কেএল রাহুল।
আর টেস্টে জাতীয় দলের জার্সিতে প্ৰথমবার টস করতে নেমেই জিতলেন কেএল রাহুল। ভারত শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। টসে জিতে ক্যাপ্টেন রাহুল বলে যান, "বিরাটের পিঠে সমস্যা হচ্ছিল। জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে। আমিও এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। প্ৰথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড়সড় রান খাড়া করে প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখতে চাই আমরা। হনুমা বিহারি কোহলির জায়গায় খেলবেন। বাকি একাদশ অপরিবর্তিত থাকছে।"
আরও পড়ুন: বিনা টিকিটেই বাসে চড়তেন কোহলি, পুরোনো ঘটনা সামনে এল এবার
ফের একবার হতাশ হতে হল শ্রেয়স আইয়ারকে। ঘরের মাঠে রেকর্ড গড়া অভিষেকের পরে রাহানের ওপর চাপ তৈরি হয়েছিল। তবে প্ৰথম টেস্টে অভিজ্ঞ রাহানের ওপরেই ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট।
দ্বিতীয় টেস্টে আবার শার্দূল ঠাকুরের বদলে হনুমা বিহারিকে খেলানোর সম্ভবনা তৈরি হয়েছিল ভঙ্গুর মিডল অর্ডারকে মজবুত করার জন্য। এর আগে ভারতীয়-এ দলের হয়ে প্রোটিয়াজ সফরে দুরন্ত খেলার পরে হনুমা বিহারীর প্ৰথম একাদশে ঢোকার দাবিদার ছিলেন। সেই কারণেই শার্দূল নিজের জায়গা ধরে রাখলেও, হতাশ হতে হল শ্রেয়স আইয়ারকে।
দক্ষিণ আফ্রিকা দলে আবার জোড়া বদল ঘটল। অবসর নিয়ে ফেলা কুইন্টন ডিককের জায়গায় উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলছেন কাইল ভেরেন। ওয়াইন মালডারের বদলে প্রোটিয়াজ একাদশে ডুয়ান অলিভিয়ের।
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন