Advertisment

আউট হওয়ার পরই মেজাজ হারালেন রাহুল! এলগারের সঙ্গে তুঙ্গে উত্তেজনা, রইল ভিডিও

কোহলি নেই। তাতেও ভারত রীতিমত অনুপ্রাণিত ক্রিকেট উপহার দিচ্ছে ওয়ান্ডার্সে। শার্দূল একাই নিয়েছেন ৭ উইকেট।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিরাট কোহলি নেই। তাতেও জোহানেসবার্গ টেস্টে উত্তেজনার কমতি নেই। দ্বিতীয় দিনের তৃতীয় সেশন দেখল দুই দলের দুই অধিনায়ক ডিন এলগার এবং কেএল রাহুল সরাসরি বাকযুদ্ধে জড়ালেন, প্রকাশ্যে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মার্কো জ্যানসেনের ডেলিভারিতে আউট হওয়ার পরেই দক্ষিণ আফ্রিকান ক্যাপ্টেনকে শাপ শাপান্ত করতে করতে মাঠ ছাড়েন রাহুল।

Advertisment

আউট হওয়ার সময় ৮ রানে ব্যাট করছিলেন রাহুল। মার্কো জ্যানসেনের বল তাঁর ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ক্যাচ উঠে গিয়েছিল। সামনে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেন আইডেন মারক্রাম। তবে আম্পায়ারের সিদ্ধান্ত না জেনে মাঠ ছাড়তে চাইছিলেন না রাহুল। রিপ্লেতে দেখা যায়, বল মাটিতে স্পর্শ করেনি। মারক্রামের তালুর ওপরেই বল ছিল ক্যাচের সময়। এরপরেই তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন।

আরও পড়ুন: পন্থ কি প্রতারক! বিতর্কিত বাম্প ক্যাচ ধরে বিরাট অভিযোগে বিদ্ধ তারকা, দেখুন ভিডিও

আউটের সিদ্ধান্ত জানার পরেই ক্ষোভে ফেটে পড়েন তারকা। ডিন এলগারের সঙ্গে প্রকাশ্যেই তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন ভারতীয় ক্যাপ্টেন। কার্যত একই ধরণের ঘটনা ঘটে প্রোটিয়াজ ইনিংসেও। রাসি ভ্যান ডারের ক্যাচ পন্থ নেওয়ার পরে একই বিতর্ক দেখা দেয়। সেক্ষেত্রে রিপ্লেতে যদিও পরে দেখা যায় বল পন্থের তালুতে নয়, বরং মাঠ স্পর্শ করেছিল। যদিও স্পষ্ট করে রিপ্লেতে বোঝা যায়নি। সেই বিতর্কের রেশ এবার কেএল রাহুলের ক্ষেত্রেও।

দ্বিতীয় ইনিংসে ২৭ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে ভারত আপাতত ৮৫/২। লিড ৫৮ রানের। কেএল রাহুলের পরে আউট হয়ে গিয়েছেন অন্য ওপেনার মায়াঙ্ক আগারওয়ালও (২৩)। ভারত ৪৪/২ হয়ে যাওয়ার পরে দলকে টানছেন পূজারা (৩৫) এবং রাহানে (১১)।

ভারতের প্ৰথম একাদশ:

কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KL Rahul Indian Cricket Team South Africa
Advertisment