Advertisment

বারবার বিরক্ত করতেই ক্ষেপলেন পন্থ! সরাসরি মুখ বন্ধ করার পরামর্শ ডুসেনকে, দেখুন ভিডিও

ব্যাটে রান না পেলেও স্লেজিংয়ে ঋষভ পন্থ বরাবর প্রতিপক্ষকে চাপে রাখেন। ওয়ান্ডার্স টেস্টে পন্থের নিশানায় এবার ভ্যান ডার ডুসেন।

author-image
Subhasish Hazra
New Update
NULL

স্ট্যাম্প মাইকে ক্রিকেটের খুঁটিনাটি বিষয় এমনিতেই প্রকাশ্যে চলে আসে। আর করোনা প্রোটোকল মেনে দর্শকশূন্য স্টেডিয়ামে চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ হওয়ায় ক্রিকেটারদের মাঠের মধ্যে বার্তালাপ আরও স্পষ্ট ধরা পড়ছে।

Advertisment

প্ৰথম টেস্টেই যেমন বুমরা চোটের ধাক্কা কাটিয়ে ফিরে আসার পরে WWE-র সংলাপে তারকাকে স্বাগত জানিয়েছিলেন কোহলি। এছাড়াও তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিতে বিলম্ব ঘটানোয় প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন কোহলি। তা-ও স্ট্যাম্প মাইকোফোনের দৌলতে শোনা গিয়েছিল। কোহলির অনুপস্থিতিতে এবার শোনা গেল ঋষভ পন্থ কীভাবে প্রতিপক্ষের ভ্যান ডার ডুসেনের সঙ্গে বাকযুদ্ধে মেতেছেন।

পন্থ ব্যাট করার সময় ভ্যান ডার ডুসেন তাঁকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন কীভাবে বিতর্কিত ক্যাচে মঙ্গলবার তাঁকে আউট করেছেন ভারতীয় উইকেটকিপার।

আরও পড়ুন: একের পর এক বাউন্সার! মেজাজ হারিয়ে তুলকালাম বুমরা-জ্যানসেনের, দেখুন আগুনে ভিডিও

পন্থের মনোসংযোগে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছিলেন প্রোটিয়াজ তারকা। তবে বারবার পন্থের কানের কাছে একই কথা বলার পরে মেজাজ হারান ভারতীয় তারকা। ৩৮তম ওভারে পন্থকে বলতে শোনা যায়, "তোমার যদি ক্রিকেটীয় জ্ঞানের অর্ধেকও থাকে। তাহলে চুপ থাকো।" দর্শকশূন্য স্টেডিয়ামে পন্থের সেই কথা মুহূর্তের মধ্যেই স্ট্যাম্প মাইকোফোনে স্পষ্ট ধরা পড়ে।

ঘটনার সূত্রপাত ওয়ান্ডার্স টেস্টের দ্বিতীয় দিন। মঙ্গলবার লাঞ্চের আগে ওপেনার ডিন এলগার এবং হাফসেঞ্চুরিয়ন কিগান পিটারসেনকে ফেরানোর পরে শার্দূল ঠাকুরের শিকার হয়েছিলেন ভ্যান ডার ডুসেনও। শার্দূলের বলে ব্যাটের কানায় লাগার পরে ঋষভ পন্থ ক্যাচ তালুবন্দি করেন। আম্পায়ার মরিস ইরাসমাস আউটের সিগন্যাল দেন। তবে রিপ্লে-তে দেখা যায় বল হয়ত পুরোপুরি পন্থের গ্লাভসে পৌঁছয়নি। তার আগে হয়ত আউটফিল্ড স্পর্শ করে থাকতে পারে বল।

কমেন্ট্রি করার সময় সুনীল গাভাসকার আবার যুক্তি তোলেন আউটের পরেই ডুসেন হাঁটা লাগালেন কেন। সহ-ধারাভাষ্যকার মার্ক নিকোলাস জানান, তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত বহাল রাখায় ডুসেনের ফিরে আসা ছাড়া উপায় ছিল না।

আরও পড়ুন: পন্থ কি প্রতারক! বিতর্কিত বাম্প ক্যাচ ধরে বিরাট অভিযোগে বিদ্ধ তারকা, দেখুন ভিডিও

সেই ঘটনার রেশ বজায় থাকল তৃতীয় দিনেও। পন্থকে খোঁচা দিয়ে বিতর্কিত ঘটনার কথা মনে করিয়ে দেন ডুসেন।

ম্যাচে ভারত ২৬৬ রানে অলআউট হয়ে যাওয়ার পরে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার টার্গেট ২৪০। সেই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা দিনের শেষে ১১৮/২। আইডেন মারক্রাম (৩১) এবং কিগান পিটারসেন (২৮) দুজনকে ফিরিয়েছেন শার্দূল ঠাকুর এবং রবিচন্দ্রন অশ্বিন। ক্রিজে প্রোটিয়াজদের টানছেন অধিনায়ক এলগার (৪৬) এবং রাসি ভ্যান ডার ডুসেন (১১)। জয়ের জন্য এখনও দক্ষিণ আফ্রিকাকে ১২২ রান করতে হবে। ভারতের দরকার ৮ উইকেট। চতুইহ6 দিনেই হয়ত খেলার ফয়সালা হয়ে যাবে।

ভারতের প্ৰথম একাদশ:

কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rishabh Pant Indian Cricket Team South Africa
Advertisment