/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/Van-der-dussen_copy_1200x676_1.jpg)
জো'বার্গ টেস্টে পাঁচ উইকেট নিয়ে শিরোনামে উঠে এসেছেন শার্দূল ঠাকুর। লাঞ্চের আগে একাই দক্ষিণ আফ্রিকার দুরন্ত পার্টনারশিপ যেমন থামিয়ে দিয়েছেন। তেমন টি ব্রেকের আগে তেম্বা বাভুমা-কাইল ভেরেনের পার্টনারশিপেও ইতি টেনেছেন লর্ড। তবে এর মধ্যে রাসি ভ্যান ডার ডুসেনের উইকেট বিতর্ক কুড়িয়েছে দ্বিতীয় দিন।
ওপেনার ডিন এলগার এবং হাফসেঞ্চুরিয়ন কিগান পিটারসেনকে ফেরানোর পরে শার্দূল ঠাকুরের শিকার হয়েছিলেন ভ্যান ডার ডুসেনও। শার্দূলের বলে ব্যাটের কানায় লাগার পরে ঋষভ পন্থ ক্যাচ তালুবন্দি করেন। আম্পায়ার মরিস ইরাসমাস আউটের সিগন্যাল দেন। তবে রিপ্লে-তে দেখা যায় বল হয়ত পুরোপুরি পন্থের গ্লাভসে পৌঁছয়নি। তার আগে হয়ত আউটফিল্ড স্পর্শ করে থাকতে পারে বল।
আরও পড়ুন: এই না হলে লর্ড! শার্দূলের ‘পাঁচ’ থাবায় গর্তে প্রোটিয়াজরা
কমেন্ট্রি করার সময় সুনীল গাভাসকার আবার যুক্তি তোলেন আউটের পরেই ডুসেন হাঁটা লাগালেন কেন। সহ-ধারাভাষ্যকার মার্ক নিকোলাস জানান, তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত বহাল রাখায় ডুসেনের ফিরে আসা ছাড়া উপায় ছিল না।
Out or not? #INDvSApic.twitter.com/z7pZ0Foinw
— Benaam Baadshah (@BenaamBaadshah4) January 4, 2022
Looks like van der Dussen was not out there. The rule is clear, the umpire can change his decision before the next ball is bowled. But will he? Interesting to see what they do. He will have a lot of time to review the video. #SAvIND
— Sreshth Shah (@sreshthx) January 4, 2022
"লাঞ্চের সময় রিভিউ খতিয়ে দেখে আম্পায়ার যদি নিজের ভুল বুঝতে পারেন, তাহলে ফিল্ডিং ক্যাপ্টেনের কাছে অনুরোধ করা হবে ভ্যান ডার ডুসেনকে যেন ফিরিয়ে আনা হয়। এমনটাই শুনেছি।" বলেন মার্ক নিকোলাস।
গাভাসকার সেই সময় বলেন, "ব্যাটে যে বল লেগেছে, তা নিয়ে কোনও সংশয়ই নেই। যা সমস্যার তা হল, বল ঠিকমত উইকেটকিপারের কাছে ক্যারি করেছে কিনা! ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে না। ঋষভ পন্থের মতামত নেওয়া উচিত ছিল।"
তবে এমন মাঠে বল ড্রপ খাওয়া ক্যাচ ধরে আউটের আবেদন করায় সোশ্যাল মিডিয়ায় আবার পন্থকে প্রতারক দাগিয়ে দেওয়া হচ্ছে। অনেকে যদিও পাল্টা বলছেন, পন্থ নন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। লাঞ্চ ব্রেকের পরে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার এবং অধিনায়ক ডিন এলগার ভ্যান ডার ডুসেনের বিতর্কিত আউট নিয়ে একপ্রস্থ আলোচনা করেন আম্পায়ারদের সঙ্গে। তবে এই সিদ্ধান্ত পরবর্তীতে ভুল বোঝা গেলেও ব্যাটসম্যানকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন