মঙ্গলবার জোহানেসবার্গে ভারতের ত্রাতা হিসাবে আবির্ভাব ঘটেছে শার্দূল ঠাকুরের। মাত্র ২০২ রানে অলআউট হয়ে যাওয়ার পরে শার্দূলের দুরন্ত বোলিংয়ে ভর করে ঘুরে দাঁড়িয়েছে ভারত। মুম্বইয়ের তারকা একাই ৭ উইকেট দখল করে দক্ষিণ আফ্রিকাকে ২২৯ রানে আটকে রেখেছেন।
আর শার্দূলের রেকর্ড গড়া পারফরম্যান্সের পরে সোশ্যাল মিডিয়ায় সারাদিনই ট্রেন্ড 'লর্ড' শব্দবন্ধনী। ভারতীয় সমর্থকরা মুম্বইয়ের অলরাউন্ডারকে ভালবেসেই 'লর্ড' নামে ডেকে থাকেন। অনেকটা রবীন্দ্র জাদেজার 'স্যার' উপাধির মত। ২০১৭-য় টিম ইন্ডিয়ায় অভিষেকের পর থেকেই শার্দূলের গায়ে জুড়ে দেওয়া হয়েছে 'লর্ড'। কিন্তু তারকাকে কেন লর্ড বলা হয়, সেকথা জানালেন নিজেই।
আরও পড়ুন: শার্দূলের বাউন্সার আছড়াল বুকে! যন্ত্রণায় শিউরে উঠলেন মার্কো, দেখুন ভয়ঙ্কর ভিডিও
মঙ্গলবার ভারতের জার্সিতে দুরন্ত পারফরম্যান্সের পরে শার্দূল বিসিসিআই টিভি-কে বলে গেলেন, "কে আমাকে।প্ৰথম লর্ড ডাকা চালু করে, সেটা একদম মনে নেই। তবে আমার মনে হয়, পুরোটা চালু হয় ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে। অস্ট্রেলিয়া থেকে ফেরার পরে আইপিএলের ঠিক আগে। সেই সিরিজে অনেকগুলো উইকেট পেয়েছিলাম। একই ওভারে পরপর দুটো উইকেট নিয়েছিলাম। তারপরেই আমাকে লর্ড ডাকা শুরু হয়।"
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সেরা বোলিং পারফরম্যান্সের নজির তুলে ধরার পরে শার্দূল আপাতত ভারতীয় ক্রিকেট সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন। লো স্কোরিং ম্যাচে শার্দূলের বোলিংয়েই কুপোকাত প্রোটিয়াজরা। ৬১ রানের বিনিময়ে শার্দূল একাই দখল করেছেন ৭ উইকেট।
আরও পড়ুন: আউট হওয়ার পরই মেজাজ হারালেন রাহুল! এলগারের সঙ্গে তুঙ্গে উত্তেজনা, রইল ভিডিও
তারপর থেকেই শার্দূলের প্রশংসায় পঞ্চমুখ একের পর এক কিংবদন্তিরা। শচীনও শার্দূলের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে টুইট করেছেন, "শার্দূল বলে দারুণ বৈচিত্র্য এনে ৭ উইকেট পেয়েছেন। তোমাকে শুভেচ্ছা। বাকিরাও দারুণভাবে সহায়তা করেছে।"
শার্দূল মাস্টার ব্লাস্টারের কাছ থেকে টুইট পেয়ে পাল্টা বলে দিয়েছেন, "স্বয়ং ঈশ্বর আমাকে নিয়ে টুইট করেছেন। এর থেকে ভাল আর কি হতে পারে। উনিও একজন মুম্বইকর। ওঁর সঙ্গেও ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে। উনি আমাকে সবসময় সমর্থন করেছেন। ওঁর কাছ থেকে শোনা বরাবর দারুণ অভিজ্ঞতা। এটা আমার কাছে দারুণ মোটিভেশন যোগাবে।"
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন