Advertisment

শার্দূলের বাউন্সার আছড়াল বুকে! যন্ত্রণায় শিউরে উঠলেন মার্কো, দেখুন ভয়ঙ্কর ভিডিও

বলে আগুন ঝড়ালেন শার্দূল ঠাকুর। মুম্বই তারকার বাউন্সারে আহত হলেন মার্কো জ্যানসেনও। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার মার্কো জ্যানসেন। শার্দূল ঠাকুরের ব্যাক অফ দ্যা লেন্থ বল সরাসরি আছড়ে পড়ল জ্যানসেনের বুকে। লম্বা হওয়ায় ঝুঁকে বল হাঁকাতে গিয়েছিলেন তিনি। তবে অসমান বাউন্সের জন্য বলের লাইন আগাম আন্দাজ করতে পারেননি। তারপরেই বুকে আঘাত পান তিনি।

Advertisment

দক্ষিণ আফ্রিকান ইনিংসের ৭১ তম ওভারের পঞ্চম বলের ঘটনা। সেই ওভারে বুকে বল আছড়ে পড়তেই গ্লাভস খুলে ফেলেন জ্যানসেন। দৃশ্যতই যন্ত্রণায় কুঁকড়ে উঠছিলেন তিনি। ২১ বছরের তারকার জন্য দলের ফিজিও সঙ্গেসঙ্গেই ছুটে যান। হালকা করে বেশ কিছুক্ষণ মেসেজ করতে হয় বুকে। কিছুক্ষণ পরিচর্যার পরে ফের একবার ব্যাটিং শুরু করেন তিনি।

আরও পড়ুন: আউট হওয়ার পরই মেজাজ হারালেন রাহুল! এলগারের সঙ্গে তুঙ্গে উত্তেজনা, রইল ভিডিও

যাইহোক, ওয়ান্ডার্সের মাঠে সেরার সেরা নজির গড়ে গেলেন শার্দূল ঠাকুর। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন পুরোটাই শার্দূলের। টেস্ট কেরিয়ারের প্ৰথমবার ইনিংসে পাঁচ উইকেট শিকার করে দলকে জোরালোভাবে ম্যাচে ফিরিয়ে আনলেন তিনি। একাই দখল করলেন সাত-সাতটা উইকেট। যা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও ভারতীয় বোলারের টেস্টে সর্বকালের সেরা পারফরম্যান্স।

প্ৰথম সেশনে ক্রিজে লড়াই চালিয়ে যাওয়া ডিন এলগার, কিগান পিটারসেনের পরে ভ্যান ডার ডুসেনকে আউট করেন। তারপরে দ্বিতীয় ও তৃতীয় সেশনে শার্দূলের শিকার যথাক্রমে উইকেটকিপার ব্যাটসম্যান কাইল ভেরেনে, তেম্বা বাভুমা, মার্কো জ্যানসেন এবং লুঙ্গি এনগিদি।

আরও পড়ুন: পন্থ কি প্রতারক! বিতর্কিত বাম্প ক্যাচ ধরে বিরাট অভিযোগে বিদ্ধ তারকা, দেখুন ভিডিও

শার্দূল ছাড়াও দুই উইকেট নিয়েছেন মহম্মদ শামি। একটা শিকার জসপ্রীত বুমরার। ভারতের ২০২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা খতম হয়ে যায় ২২৯-এ। ভারত দিনের শেষে ৮৫/২।

ভারতের প্ৰথম একাদশ:

কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team South Africa
Advertisment