ভারত: ২০২/১০, ২৬৬/১০
দক্ষিণ আফ্রিকা: ২২৯/১০
বিদেশের মাটিতে পন্থের ব্যাটিং দক্ষতা প্রশ্নাতীত। সর্বত্র রান পেয়েছেন তিনি। তবে বেশ কিছুদিন ধরেই ব্যাটে সেভাবে ধারাবাহিকতা দেখাতে পারছেন না পন্থ। ওয়ান্ডার্সে তো দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেলেন। আর যেভাবে পন্থ আউট হলেন, তা মোটেই খুশি করেনি কিংবদন্তি সুনীল গাভাসকাররা। তিনি সরাসরি পন্থের আউট হওয়ার ধরণ নিয়ে প্ৰশ্ন তুলে দিয়েছেন।
কঠিন সময়ে খেলতে নেমেছিলেন। তবে বড় শট হাঁকাতে গিয়ে প্যাভিলিয়নে ফিরলেন তারকা। বিগ হিট করতে গিয়ে ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে বিদায় ঘটে পন্থের।
আরও পড়ুন: শার্দূলের বাউন্সার আছড়াল বুকে! যন্ত্রণায় শিউরে উঠলেন মার্কো, দেখুন ভয়ঙ্কর ভিডিও
তারপরেই সুনীল গাভাসকার কমেন্ট্রি বক্স থেকেই একহাত নিয়েছেন। বলে দিয়েছেন, "ক্রিজে নতুন দুজন ব্যাটসম্যান নেমেছে। আর আমরা পন্থের কাছে এমন শট দেখলাম। লজ্জাজনক। এই শটের জন্য কোনও অজুহাত দেওয়া যায়না। ওঁর স্বভাবিক খেলা বলে অজুহাত দেওয়ার প্রচেষ্টা করা উচিত নয়।"
"ব্যাট করতে নেমে কিছুটা তো দায়িত্বশীল হতে হবে! বাকি ব্যাটসম্যানরা শরীরে চোট আঘাত সয়ে খেলেছে। রাহানে-পূজারা তো বেশ কয়েকবার শরীরে আঘাত সহ্য করল। তাই পন্থেরও লড়াই চালানো উচিত ছিল। ড্রেসিংরুমে মোটেই ওঁকে খুব বেশি সহানুভূতি দেখানো হবে না, নিশ্চিত।"
আরও পড়ুন: আউট হওয়ার পরই মেজাজ হারালেন রাহুল! এলগারের সঙ্গে তুঙ্গে উত্তেজনা, রইল ভিডিও
বেশ কিছুদিন ধরেই আলোচনার মধ্যে ছিলেন রাহানে-পূজারা। দুজনের জায়গা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সুনীল গাভাসকার-ই বলে দিয়েছিলেন, রাহানে-পূজারার কাছে শেষ সুযোগ হতে চলেছে ওয়ান্ডার্সের দ্বিতীয় ইনিংস। রাহানে (৫৮)-পূজারা (৫৩) দুজনেই হাফসেঞ্চুরি করে লড়াইয়ে রাখলেন ভারতকে। মঙ্গলবার ভারত ২৭ রানে পিছিয়ে ব্যাট করতে নামার পরে ভারত দ্বিতীয় দিন ফিনিশ করেছিল ৮৫-২'এ। এরপরে রাহানে-পূজারা দুজনেই ১১১ রানের দারুণ পার্টনারশিপ গড়ে দলকে এগিয়ে দেন। তা-ও আবার মাত্র ১৪৪ বলে।
দুজনের ব্যাটে ভর করেই ভারত ১০০-র ওপর লিড নেওয়া নিশ্চিত করে। গাভাসকার বুধবার উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন দুই তারকাকে। "দারুণ ব্যাটিং করল ওঁরা। আগ্রাসনের সঙ্গে দলকে এগিয়ে দিল। তবে ওঁরা কিন্তু সব বল হাঁকাতে যায়নি। মনে রাখতে হবে। বেশ কিছু অস্বস্তিকর বোলিংয়েরও মোকাবিলা করতে হয়েছে দুজনকে।"
তবে রাহানে-পূজারা অল্প রানের ব্যবধানে আউট হতেই ভারতের ইনিংসে ধস নামে। দক্ষিণ আফ্রিকা প্ৰথম ইনিংসে ২২৯ তোলার পরে ভারত থামল ২৬৬-এ। রাহানে-পূজারা আউট হওয়ার পরে ভারতের ইনিংসে একমাত্র লড়লেন হনুমা বিহারি। অপরাজিত ৪০ করে দলের লিড ২৩৯ পর্যন্ত পৌঁছে দেন। শার্দূল ঠাকুর (২৮) এবং রবিচন্দ্রন অশ্বিন (১৬) কিছুটা সাহায্য করেন।
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন