Advertisment

মরণ বাঁচন তৃতীয় টেস্টে কি থাকছেন কোহলি, হারের পরেই বড় আপডেট রাহুলের

পিঠে চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি বিরাট কোহলি। তাঁর পরিবর্তে নেতৃত্বের অভিষেকে হার হজম করেছেন কেএল রাহুল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিরাট কোহলির অনুপস্থিতি প্রকট হয়ে গিয়েছে দ্বিতীয় টেস্টেই। ক্যাপ্টেন কোহলির জায়গায় দলকে নেতৃত্ব দিতে নেমে কেএল রাহুল প্ৰথম টেস্টেই হার হজম করেছে। তবে সিরিজ নির্ধারণকারী তৃতীয় টেস্টে বিরাট কোহলির প্রত্যাবর্তন ঘটছে টিম ইন্ডিয়ায়। এমনটাই ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন স্ট্যান্ড ইন অধিনায়ক রাহুল।

Advertisment

জানিয়ে দিলেন, "কোহলি অনেকটাই ফিট হয়ে উঠেছে। ফিল্ডিংও শুরু করেছে। আশা করছি তৃতীয় টেস্টের আগে ও ফিট হয়ে উঠবে।" প্রসঙ্গত, পিঠের চোটে বিরাট দ্বিতীয় টেস্টের দিনেই ছিটকে গিয়েছিলেন। তবে কোহলির অনুপস্থিতিতে সিরিজের দখল নিতে পারেনি ভারত। ব্যাটিং ব্যর্থতায় ভারত জো'বার্গ টেস্টে ৭ উইকেটে হার হজম করেছে।

বিরাট দ্বিতীয় টেস্টে খেলতে না পারলেও অনুশীলন করে ফিট হওয়ার জন্য পরিশ্রম করে চলেছেন।

আরও পড়ুন: কাঠগড়ায় কুখ্যাত ব্যাটিং! লজ্জার হারে মাথা নিচু বিরাট-হীন ইন্ডিয়ার

২৪০ রান চেজ করতে গিয়ে মাত্র ৩ উইকেট হারিয়ে ভারতকে হারিয়েছে প্রোটিয়াজরা। ওয়ান্ডার্সে এই প্ৰথম হার হজম করল ভারত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সামনে থেকে নেতৃত্ব দিতে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনলেন অধিনায়ক ডিন এলগার। শামি-বুমরাদের পেস সামলে ৯৬ রান করে দলকে টানলেন তিনি।

ভারতের ৩৪ তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ঘটেছিল কেএল রাহুলের। তবে প্ৰথম টেস্টেই হার হজম করতে হল তাঁকে। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে মহম্মদ সিরাজের হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েও আপডেট দিয়ে গেলেন রাহুল।

"সিরাজ কতটা ফিট হয়ে উঠছে, তা নেটে আমরা নজর রাখছি। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে দ্রুত ফিরে আসা মুশকিল। তবে আমাদের বেঞ্চ স্ট্রেন্থও রয়েছে। উমেশ রয়েছে, ইশান্ত তো রয়েইছে। সিরিজ শুরু আগেই এসব বিষয় আমাদের মাথায় ছিল। প্রতিটা টেস্ট আরও চ্যালেঞ্জিং, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এমনটা আগেই জানতাম আমরা। হতাশাজনক হারের পরে আমরা আরও বেশি জয়ে ফিরতে মরিয়া। কেপ টাউনে তৃতীয় টেস্টের দিকে আমরা আপাতত তাকিয়ে।" বলে দিয়েছেন রাহুল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KL Rahul Indian Cricket Team Virat Kohli South Africa
Advertisment