সিরিজ নির্ধারণ আগেই হয়ে গিয়েছে। নিয়মরক্ষার শেষ ওয়ানডেতে চার-চারটে বদল আনল টিম ইন্ডিয়া। টসে জিতে প্ৰথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কেএল রাহুল। প্ৰথম দুই ম্যাচে একই একাদশ খেলিয়েছিল ভারত। তৃতীয় একদিনের ম্যাচে বাদ পড়লেন ভেঙ্কটেশ আইয়ার, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দুল ঠাকুর।
প্ৰথম একাদশে চার তারকার পরিবর্তে খেলানো হচ্ছে সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ এবং দীপক চাহার।
প্ৰথম ম্যাচে ভারত রান তাড়া করে জিততে পারেনি। দ্বিতীয় ম্যাচে আবার স্কোরবোর্ডে ভদ্রস্থ রান তুলেও তা ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: পন্থের ওপর রাগে ফাটলেন ক্যাপ্টেন রাহুল! ভুল বোঝাবুঝিতেও শেষমেশ রেহাই, দেখুন ভিডিও
টসে জেতার পরে কেএল রাহুল বলে গেলেন, "উইকেট দেখে ভালই মনে হচ্ছে। প্ৰথমে বেশ কয়েকটা উইকেট তুলতে হবে। আমরা সকলেই পেশাদার। ফলাফল যাই হোক না কেন, আমরা প্রত্যেক ম্যাচেই দলগতভাবে উন্নতি করতে চাই। জোড়া হার সত্ত্বেও দলের এনার্জি বেশ ভাল। সকলেই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।"
"আশা করি, বল হাতে আমরা ভালোই শুরু করব। আগের দুই ম্যাচে কী হয়েছে, তা আমরা ভুলে গিয়েছি। আজকে নতুন দিন, নতুন পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামছি।"
দক্ষিণ আফ্রিকা দলে আবার আগের ম্যাচের একাদশ থেকে একটাই বদল ঘটেছে। ডোয়েন প্রিটোরিয়াস দলে ঢুকেছেন তাব্রিজ শামসির জায়গায়।
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, দীপক চাহার, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন