সিরিজে দুর্ধর্ষ কামব্যাক করেও শেষমেশ ভারতের পক্ষে হতাশার হয়ে থাকল দক্ষিণ আফ্রিকান সিরিজ। সিরিজ জয়ের হাতছানি থাকলেও বৃষ্টিতে ভেস্তে গিয়েছে খেলা। সিরিজ অমীমাংসিতভাবে ২-২ ফলাফলে শেষ হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্ৰথমবার টি২০ সিরিজ জয়ের দোরগোড়ায় পৌঁছেও কাজ হল না। সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা সেই সঙ্গে ২০১০-এর পর ভারতে নিজের অপরাজেয় তকমা ধরে রাখল।
তবে ড্র-য়ের হতাশার মধ্যেও নেতিবাচক কারণে শিরোনামে রুতুরাজ গায়কোয়াড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাগ আউটে বসে থাকার সময় গ্রাউন্ডসম্যানের সেলফির অনুরোধ প্রত্যাখ্যান করে বসেন উঠতি তারকা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরই তা ভাইরাল।
বৃষ্টি থাবা বসানোর আগে চিন্নাস্বামী স্টেডিয়ামে মাত্র ২১ বল খেলা হয়েছিল। সিরিজে টানা পঞ্চমবার টসে জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে পাঠায় ভারতকে। প্ৰথমে বৃষ্টির কারণে খেলা ১৯ ওভারে কমিয়ে আনা হয়।
আরও পড়ুন: শ্রীলঙ্কার সঙ্কটে পথে নামলেন বিশ্বকাপজয়ী সুপারস্টার! দেখে বুক হু হু করে উঠল সকলের
ঈশান কিষান দারুণ ফর্মের ঝলক দেখিয়ে ভালো শুরুয়াত করেন। প্ৰথম ওভারেই কেশব মহারাজকে জোড়া ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান। পরের ওভারেই লুঙ্গি এনগিডির স্লোয়ারে ঠকে যান তারকা।
গায়কোয়াড অন্য প্রান্তে রাবাদার ওপরে চড়াও হন। মিড উইকেট দিয়ে বাউন্ডারিও হাঁকান। তবে গায়কোয়াডকেও ফেরান এনগিডি। ১২ বলে ১০ করে রুতুরাজ ফেরার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায়।