Advertisment

কেপটাউনে টসে জিতে ব্যাটিং করবে ভারত, বিহারির জায়গায় ফিরলেন ক্যাপ্টেন কোহলি

বিরাট কোহলির প্রত্যাবর্তন ঘটলে কোন তারকাকে বসানো হবে, তা নিয়ে দ্বিধায় ছিল টিম ম্যানেজমেন্ট। কেপটাউন টেস্টে ভারতের জোড়া বদল নিশ্চিত ছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনের নিউল্যান্ডসে ভারত টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল। অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করলেন বিরাট কোহলি। ভারতীয় শিবিরে যথারীতি জোড়া পরিবর্তন ঘটল। কোহলি প্ৰথম একাদশে জায়গা পেলেন হনুমা বিহারির জায়গায়। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মহম্মদ সিরাজের বদলে খেলছেন উমেশ যাদব। দক্ষিণ আফ্রিকা দল যদিও অপরিবর্তিত রয়েছে।

Advertisment

বিরাট কোহলি ফিরলে যে হনুমা বিহারিকেই বসতে হবে, তা কার্যত নিশ্চিত ছিল। কোহলি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তো বটেই কোচ দ্রাবিড়ও জানিয়েছিলেন, পূজারা-রাহানের পাশেই রয়েছে টিম ম্যানেজমেন্ট।

তবে আহত মহম্মদ সিরাজের জায়গায় কে খেলবেন, তা নিয়ে দ্বিধায় ছিল টিম ম্যানেজমেন্ট। ইশান্ত শর্মা অভিজ্ঞতার নিরিখে ফেভারিট ছিলেন। তবে দল ঘোষণার পর দেখা গেল ইশান্ত শর্মা নয়, রয়েছেন উমেশ যাদব।

আরও পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্ৰথম দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জানালো হাওয়া অফিস

কোহলি টসে জেতার পরে জানিয়ে দিলেন, "পিচে ঘাস রয়েছে, তা নিয়ে সন্দেহই নেই। তবে বোর্ডে রান তুলে পরে বোলারদের নিজের স্কিল প্রয়োগ করতে হবে।"

"সৌভাগ্যের বিষয় আমার পিঠের ব্যথা মাত্র তিন দিনেই সেরে গিয়েছে। আপাতত ফিট রয়েছি। বিহারীর জায়গায় দলে ঢুকলাম। ইনজুরির কারণে সিরাজ বাইরে। বদলে উমেশকে নেওয়া হল। উমেশ এবং ঈশান্তের মধ্যে বাছাই বরাবর কঠিন। তবে উমেশ সম্প্রতি দারুণ ফর্মে রয়েছে। আমাদের বেঞ্চ স্ট্রেন্থ অনেক শক্তিশালী।"

ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Indian Team Virat Kohli South Africa
Advertisment