South Africa vs India 3rd Test, Cape Town weather report: কেপটাউনের নিউল্যান্ডস দক্ষিণ আফ্রিকার দুর্গ। তবে ভারত বরাবর প্রতিপক্ষের দুর্গতে জয় পাওয়া অভ্যাস করে ফেলেছে। সিরিজ নির্ধারক তৃতীয় টেস্টের ভাগ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আবহাওয়া। দক্ষিণ আফ্রিকার আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, টেস্টের প্রথম দিনের পরিস্থিতি মোটেই ভাল নয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। মঙ্গলবার সকালে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। তবে জানানো হয়েছে, টেস্টের বাকি চারদিন কোনও সমস্যা হবে না।
আরও পড়ুন: কেপটাউনে টসে জিতে ব্যাটিং করবে ভারত, বিহারির জায়গায় ফিরলেন ক্যাপ্টেন কোহলি
বিরাট কোহলির প্রত্যাবর্তন ঘটায় ভারত নতুন উদ্যমে খেলতে নামবে। দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার পরে ৩৪ ম্যাচের মধ্যে মাত্র পাঁচ টেস্ট হেরেছে নিউল্যান্ডসে।
নিউল্যান্ডসের পিচে বাউন্স যেমন রয়েছে, যেমন ল্যাটারাল মুভমেন্টও থাকছে। অতীতের প্রোটিয়াজ পেসাররা যেমন এই পেস সহায়ক উইকেটের ফায়দা তুলেছেন, তেমন বর্তমানে কাগিসো রাবাদারাও এই পিচে ভয়ঙ্কর হয়ে ওঠেন। ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের তিনটিতেই জেতার নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার।
কেপটাউন টেস্ট জিতে বিরাট কোহলি প্ৰথম বারের মত জাতীয় দলকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতিয়ে ফিরলে তাঁর কেরিয়ারের এক বৃত্ত সম্পন্ন হবে। চার বছর আগে কেপটাউনে কোহলি বিশ্বজয়ের প্ৰথম যাত্রা শুরু করেন। জসপ্রীত বুমরার অভিষেক ঘটেও এই ভেন্যুতে। আবার এখানেই ভারত দু-বার দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুযোগ পেয়েও শেষরক্ষা করতে পারেনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন