ব্যাট হাতে একদমই ফর্মে নেই শ্রেয়স আইয়ার। তবুও তৃতীয় ওয়ানডেতে টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল তারকার ওপর। রবিবার সিরিজের নিয়ম রক্ষার ম্যাচে শ্রেয়স অবশ্য ব্যাট নয়, দুরন্ত ফিল্ডিংয়ের নমুনা তুলে ধরলেন। সেই অবিশ্বাস্য ক্যাচের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ভ্যান ডার ডুসেন।
প্রোটিয়াজ ইনিংসের ৩৭ তম ওভারে যুজবেন্দ্র চাহালকে স্লগ সুইপ করেছিলেন লেগের দিকে। তবে ব্যাটে বলের ঠিকমত কানেকশন হয়নি। সেই সময় শ্রেয়স আইয়ার ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলেন। ডানদিকে ছুটে এসে তিনি ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ তালুবন্দি করেন।
আরও পড়ুন: রাহুলের রকেট থ্রো-য়ে রান আউট বাভুমা, দুর্ধর্ষ ফিল্ডিংয়ে বাহবা বিশ্বের, দেখুন ভিডিও
সেই দুরন্ত ক্যাচের সৌজন্যে রাসি ভ্যান ডার ডুসেন ৫৯ বলে ৫২ করে আউট হয়ে যান। ওপেনার ডিককের সঙ্গে ১৪৪ রানের পার্টনারশিপ গড়ে দক্ষিণ আফ্রিকাকে চালকের আসনে বসিয়ে দেন তিনি।
দ্বিতীয় ওয়ানডেতে দুরন্ত খেলে ম্যাচের সেরা হয়েছিলেন। তৃতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি করে গেলেন ডিকক। ভারতের বিরুদ্ধে ১৬ ওয়ানডেতে সবমিলিয়ে ৬টা সেঞ্চুরি হয়ে গেল তাঁর।
অন্যদিকে, চলতি ওয়ানডে সিরিজে এই প্ৰথমবার ভ্যান ডার দুসেনকে আউট করতে সমর্থ হল ভারত। প্ৰথম ম্যাচে অপরাজিত ১২৯ হাঁকিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ৩৭ রানে নটআউট ছিলেন।
আরও পড়ুন: বিয়ে করার জন্যই ব্যাটে রান নেই কোহলির! বিষ্ফোরক মন্তব্যে ঝড় শোয়েবের
টসে হেরে প্ৰথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৮৭ রানে অলআউট হয়ে গিয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণ তিন উইকেট দখল করেন। দীপক চাহার এবং জসপ্রীত বুমরা দুটো করে উইকেট নেন।
ভারত ভেঙ্কটেশ আইয়ারকে বাইরে রেখে খেলতে নেমেছে। সেই কারণে রবিবার ষষ্ঠ বোলার হিসাবে দেখা যায় শ্রেয়স আইয়ারকে। ৩ ওভারে শ্রেয়স ২১ রান খরচ করেও অবশ্য একটিও উইকেট নিতে পারেননি।
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, দীপক চাহার, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন