Advertisment

রাহুলের রকেট থ্রো-য়ে রান আউট বাভুমা, দুর্ধর্ষ ফিল্ডিংয়ে বাহবা বিশ্বের, দেখুন ভিডিও

দুরন্ত থ্রোয়ে কেএল রাহুল সরাসরি আউট করে দেন তেম্বা বাভুমাকে। সাততাড়াতাড়ি ফিরতে হয় প্রোটিয়াজ ক্যাপ্টেনকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দলগত পারফরম্যান্সে গোটা দক্ষিণ আফ্রিকা সফরেই হতাশ করেছে টিম ইন্ডিয়া। তবে টেস্ট এবং ওয়ানডেতে কেএল রাহুলের ব্যাটিং ভারতের পজিটিভ বিষয়। ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরার সঙ্গেই ফিল্ডিংয়েও এবার দুরন্ত কীর্তি গড়লেন। কেপটাউন ওয়ানডেতে এবার সাউথ আফ্রিকান তেম্বা বাভুমা মাত্র ৮ রানে প্যাভিলিয়নে ফিরলেন কেএল রাহুলের দুরন্ত ফিল্ডিংয়ে।

Advertisment

টসে হেরে প্ৰথমে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াজ ইনিংসের সপ্তম ওভারে বাভুমা মিড অফে বল ঠেলে রান নিতে চেয়েছিলেন। তবে কেএল রাহুলের রকেট থ্রো নন স্ট্রাইকিং এন্ডের স্ট্যাম্প নাড়িয়ে দেয়। অনফিল্ড আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত রিভিউয়ে পাঠানা। রিপ্লেতে দেখা যায়, স্ট্যাম্পে বল লাগার সময় বাভুমা ক্রিজের বাইরেই ছিলেন।

টসে জিতে প্ৰথমে ফিল্ডিং করতে নেমে ভারতের লক্ষ্য ছিল দ্রুত দক্ষিণ আফ্রিকার কয়েকটি উইকেট তুলে নেওয়া। বাভুমা গোটা সিরিজেই ব্যাট হাতে তুখোড় ছন্দে রয়েছেন। ফার্স্ট ওয়ানডেতে বাভুমা সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে রান তাড়া করার সময় ৩৫ রানের ইনিংস উপহার দেন।

আরও পড়ুন: বিয়ে করার জন্যই ব্যাটে রান নেই কোহলির! বিষ্ফোরক মন্তব্যে ঝড় শোয়েবের

ভারত বল করতে নেমে শুরুটা খারাপ করেনি। বাভুমার সঙ্গেই দক্ষিণ আফ্রিকার ইনিংসে আউট হয়ে যান জানেমান মালান এবং আইডেন মারক্রামকে। দুজনকেই আউট করেন দীপক চাহার।

২০১৯-এর বিশ্বকাপের পরে এই নিয়ে তৃতীয়বার ভারত প্ৰথম ১০ ওভারের মধ্যে প্রতিপক্ষের ২ উইকেট তুলল। এর আগে এমন ঘটনা ঘটিয়েছিল ২০২০-তে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং গত বছর পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে।

দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ভারতের সামনে ২৮৮ রানের টার্গেট রাখল। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে প্রোটিয়াজদের স্কোর ২৮৭। একসময় ৭০/৩ হয়ে গিয়েছিল। সেখান থেকে প্রোটিয়াজদের হয়ে উদ্ধারকাজ চালান ডিকক এবং ভ্যান ডার ডুসেন।

আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সের টুইটারে কোহলিই জাতীয় দলের ক্যাপ্টেন! ব্যাপক বিদ্রুপের মুখে IPL ফ্র্যাঞ্চাইজি

দুজনে চতুর্থ উইকেটে ১৪৪ রান যোগ করে যান। ডিকক দুরন্ত সেঞ্চুরি হাঁকান (১৩০ বলে ১২৪)। অন্যদিকে, ডুসেন ৫৯ বলে ৫২ করে যান। শেষদিকে ডেভিড মিলার (৩৮ বলে ৩৯) এবং ডোয়েন প্রিটোরিয়াস (২৫ বলে ২০) দক্ষিণ আফ্রিকাকে ২৮৭ পর্যন্ত টেনে দেন। ভারতের হয়ে তিনটে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। দুটো করে শিকার দীপক চাহার এবং জসপ্রীত বুমরার।

ভারতের প্ৰথম একাদশ:

কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, দীপক চাহার, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KL Rahul Indian Cricket Team South Africa
Advertisment