দক্ষিণ আফ্রিকায় তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ঘটনাবহুল হয়ে থাকল। দিনের দ্বিতীয় বলেই বুমরার বলে আইডেন মারক্রামের স্ট্যাম্প ছিটকে যাওয়া থেকে যার সূত্রপাত। বুধবারই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। পূজারার হাত থেকে বল ছিটকে গিয়ে মাঠে থাকা হেলমেটে লাগল বল। যাতে পেনাল্টি স্বরূপ ৫ রান পেল দক্ষিণ আফ্রিকা।
তেম্বা বাভুমার ক্যাচ ঠিকমত তালুবন্দি করতে পারেননি পূজারা। আর হাত থেকে ফস্কে যাওয়া বল-ই উইকেটকিপারের জন্য মাঠে পড়ে থাকা হেলমেটে বল লাগল। আইসিসির নিয়ম অনুযায়ী, এমন ভুলের জন্য ব্যাটিং দলকে পাঁচ রান দেওয়া হয়। সেটাই ঘটল কেপটাউন টেস্টে।
আরও পড়ুন: জ্যানসেনের স্ট্যাম্প উড়িয়ে চোখেই জবাব! আগুনে দৃষ্টিতে বুমরা ফেরালেন জো’বার্গ-স্মৃতি, দেখুন ভিডিও
দক্ষিণ আফ্রিকা প্ৰথম ইনিংসে ভারতের রান টপকাতে পারেনি। ভারতের ২২৩ রানের জবাবে ২১০ রানেই থেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারত ১৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই দুই ওপেনারকে হারিয়েছে।
দিনের প্ৰথম ওভারেই বুমরা ফিরিয়ে দিয়েছিলেন গতকাল অপরাজিত থাকা ওপেনার মারক্রামকে। তারপরে মাঝে ভ্যান ডার ডুসেন-কিগান পিটারসেনের মধ্যে ৬৭ রানের পার্টনারশিপ এবং শেষদিকে প্রোটিয়াজ টেল এন্ডারদের মরিয়া লড়াই বাদে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে বলার মত কিছু নেই।
সিরিজ নির্ধারক টেস্টে ভারত পুনরায় ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে মাত্র ২২৩ রানে অলআউট হয়ে গিয়েছে। তারপরে দিনের শেষে দক্ষিণ আফ্রিকা এলগারকে হারিয়ে ১৭/১ ছিল। দ্বিতীয় দিনের ফার্স্ট সেশনে ভারত দক্ষিণ আফ্রিকার আরও দুই উইকেট ফেলে দেয়- কেশব মহারাজ এবং আইডেন মারক্রামকে। কেশব মহারাজ এবং মারক্রাম ভরসা জোগাচ্ছিলেন প্রোটিয়াজদের। তবে উমেশ যাদবকে কোহলি কিছুক্ষণ পরে আক্রমণে নিয়ে আসেন। প্ৰথম স্পেলেই উমেশ ফিরিয়ে দেন কেশব মহারাজকে।
দ্রুত ৩ উইকেট হারানোর পরে কিগান পিটারসেন এবং ভ্যান ডার ডুসেন প্রোটিয়াজদের হয়ে ভাল পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। লাঞ্চের সময় দক্ষিণ আফ্রিকা ৩৫ ওভারে ১০০/৩ ছিল। তবে টি ব্রেকের আগে বুধবার শামি মাত্র তিন বলের মধ্যে দুই উইকেট তুলে নিয়ে প্রোটিয়াজদের ১৭৬/৭-এ নামিয়ে আনেন।
এরপরে পুরোটাই ভারতীয় বোলারদের দাদাগিরি। কিগান পিটারসেন একপ্রান্ত আগলে ৭২ করলেও বাকিরা কেউ দাঁড়াতে পারেননি। ডুসেন (২১), বাভুমা (২৮) কেউই উমেশদের সামনে আর বড় রান খাড়া করতে পারেননি।
শেষদিকে, দক্ষিণ আফ্রিকা ১৭৯/৮ হয়ে যাওয়ার পরে শেষ দুই উইকেটে রাবাদা-অলিভিয়েররা মরিয়া লড়াই চালিয়ে ভারতীয় ইনিংসের সঙ্গে ব্যবধান কমিয়ে আনেন।
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন