ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের প্ৰথম দিনে ক্রিকেটীয় লড়াই প্রত্যক্ষ করেছিলেন দর্শকরা। তবে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অবিরত বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের পুরো খেলাই জলে গেল। সাড়ে চার ঘণ্টার পরেও খেলা শুরু করা গেল না। শেষমেশ জানিয়ে দেওয়া হল, দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত।
আর চাতক পাখির মত রুদ্ধশ্বাস ক্রিকেটীয় লড়াই দেখার আশায় যাঁরা অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য হতাশা থাকলেও, আলোচনার বিষয়ও যোগান দিয়ে গেলেন খোদ ক্যামেরাম্যান।
আরও পড়ুন: এই না হলে কোচ! শূন্য করার পরেও পূজারার মুখে হাসি ফোটালেন দ্রাবিড়, দেখুন ভিডিও
ভিজে মাঠের একঘেঁয়ে ছবি দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে ক্যামেরাম্যান ভারতীয় ড্রেসিংরুমের দিকে ক্যামেরার লেন্স ঘুরিয়েছিলেন। সেই সময়ই জানা গেল, ভারতীয় শিবিরের লাঞ্চের কী কী উপাদেয় পদ রয়েছে। ফার্স্ট সেশন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে সাততাড়াতাড়ি লাঞ্চের আসর বসেছিল। আর লাঞ্চের মেন্যু কী, তা স্পষ্ট লেখা ছিল ব্ল্যাকবোর্ডে।
সেই মেন্যুর তালিকা থেকেই জানা যাচ্ছে ভারতের লাঞ্চের মেন্যুতে ছিল চিকেন চেত্তিনাদ, ব্রকোলি স্যুপ, ল্যাম্ব চপস, ভেজিটেবল কড়াই, চিকেন টিক্কা, পেপার স্যালাডের মত উপাদেয় সমস্ত খাবার। খেলা না হলেও ক্রিকেটারদের সময়টা যে খারাপ কাটেনি, মেন্যু থেকেই তা স্পষ্ট।
দ্বিতীয় দিন বেশ কয়েকবার বৃষ্টি থেমেছিল। তবে একাধিকবার পরিদর্শনের সময় থেমে যাওয়া বৃষ্টি পুনরায় হাজির হয়। ভারতীয় সময় অনুযায়ী, বিকেল সাড়ে চারটে নাগাদও যখন বৃষ্টি থামার লক্ষণ দেখা যায়নি, দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।
প্ৰথম দিনের শেষেই মেঘলা আবহাওয়া হাজির হয়েছিল সেঞ্চুরিয়নে। তবে খেলা বন্ধ হয়নি। দ্বিতীয় দিনের বৃষ্টির পরে ভারতীয় শিবির আপাতত জয়ের জন্য নিজেদের রণকৌশল বদলাতে বাধ্য হবে। ভারত এমনিতে স্কোরবোর্ডে ৪৫০ তোলা টার্গেট করেছিল। তবে একটা দিন নষ্ট হওয়ায় ৩৫০ প্লাস তুলেই ইনিংসে ডিক্লেয়ার ঘোষণা করতে পারে ভারত। তৃতীয় দিনে কী হয়, সেটাই আপাতত দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন