Advertisment

শ্রেয়স-বিহারির 'মন ভাঙলেন' দ্রাবিড়! পরোক্ষে জানালেন সুযোগ এখন কাদের

এখনই টেস্ট দলে নিয়মিত হওয়ার সুযোগ নেই হনুমা বিহারি এবং শ্রেয়স আইয়ারের। এমনই ইঙ্গিত দিলেন কোচ দ্রাবিড়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শত খারাপ পারফরম্যান্সের পরেও চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। এতে হনুমা বিহারি কিংবা শ্রেয়স আইয়ারের টেস্ট দলে নিয়মিত হওয়ার অপেক্ষা যদি আরও বাড়েও, কিছুই করার নেই। এমনটাই কার্যত ইঙ্গিত করলেন রাহুল দ্রাবিড়।

Advertisment

হনুমা বিহারি নিয়মিত নন, বরং রিজার্ভ বেঞ্চ স্কোয়াডের সদস্য হিসেবে রয়েছেন গত কয়েক বছর ধরেই। নিয়মিত তারকাদের চোট আঘাতেই একমাত্র তাঁর খেলার সুযোগ জোটে। জো'বার্গ টেস্টেই যেমন হনুমা বিহারি সুযোগ পেয়েছিলেন অধিনায়ক কোহলি আচমকা পিঠের চোট পেয়ে বসায়। শ্রেয়স আইয়ারও দ্বিতীয় টেস্টের আগে পেটের সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন: কোহলি ফিরলেই বাদ পড়ছেন এই তারকা! যোগ্যতা দেখিয়েও ফের হবেন ব্রাত্য

ব্রিসবেন টেস্টের এক বছর পরে জাতীয় দলের হয়ে খেলতে নেমে হতাশ করেননি তারকা। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪০ করে দলকে টেনেছিলেন শেষদিকে। তিনি একপ্রান্তে টিকে থাকলেও অন্যপ্রান্তে উইকেট পতন অব্যাহত থাকায় শেষমেশ ভারত স্কোরবোর্ডে ২৬৬-এর বেশি তুলতে পারেনি।

দ্রাবিড় অবশ্য তারকার প্রশংসায় কোনও কার্পণ্য করছেন না, "বলতেই হবে, বিহারি দুই ইনিংসেই ভাল খেলেছে। ফার্স্ট ইনিংসে খারাপ ভাবে বল লাফিয়ে উঠেছিল। সেই বল ডিফেন্ড করতে গিয়ে আউট হয়ে ফিরতে হয় ওঁকে। ফিল্ডারও অবশ্য দারুণ ক্যাচ নিয়েছে। দ্বিতীয় ইনিংসে ওঁর সুন্দর ব্যাটিং আমাদের ভরসা জুগিয়েছিল।"

আরও পড়ুন: পাকিস্তানে কোটি কোটি টাকা গড়াপেটার অফার! হৈচৈ ফেলল ওয়ার্নের বিষ্ফোরক স্বীকারোক্তি

মিডল অর্ডারের অন্য এক দাবিদার শ্রেয়স আইয়ারের প্রশংসাও করেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। বলেছেন, "দুই-তিন টেস্ট আগেই দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল। এটা মানতেই হবে ওঁরা যখনই সুযোগ পাচ্ছে, তখনই তা কাজে লাগাচ্ছে। ওঁরা দুজনেই ভাল করছে। দুজনের আরও সুযোগ আসছে।"

দ্রাবিড়ের কথাতেই স্পষ্ট, তৃতীয় টেস্টে কেপটাউনে কোহলি চোট সারিয়ে ফিরলে পূজারা-রাহানে নন, বরং বিহারিকেই বাইরে বসতে হবে। সেই কথা সরাসরি না বললেও দ্রাবিড় নিজের খেলোয়াড়ি জীবনের উদাহরণ তুলে ধরেছেন, যে সময় ভারতীয় ব্যাটিংয়ের মিডল অর্ডারে সুযোগ পাওয়া কার্যত দুষ্কর ছিল।

"বর্তমানে টেস্ট দলের বেশ কয়েকজন সিনিয়র তারকা নিয়মিত হওয়ার জন্য বেশ কয়েক বছর অপেক্ষা করেছেন। কেরিয়ারের শুরুর দিকে সুযোগ পেয়ে ওঁরাও প্রচুর রান করেছেন।"

"খেলায় ট্রানজিশন হবেই। বিহারি যেভাবে ব্যাট করেছে, তাতে হৃদয় থেকে কুর্নিশ করতেই হয়। এটা ওঁকে আরও আত্মবিশ্বাস জোগাবে। আমরাও ভরসা পাবো।" বলে দিয়েছেন দ্রাবিড়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Indian Team Rahul Dravid
Advertisment