ভারত: ২২৩/১০
ফের শোচনীয় ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ল ভারত। টসে জিতে ব্যাট করতে নেমে কেপটাউনে সিরিজ নির্ধারণকারী টেস্টে ভারতের প্ৰথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ২২৩ রানে। ক্যাপ্টেন কোহলি সামনে থেকে নেতৃত্ব দিয়ে একা ৭৯ করলেন। বাকিরা ফের চরম ব্যর্থ।
মেঘাচ্ছন্ন ওয়েদারে ভারত টসে জিতে প্ৰথম ব্যাট করার চ্যালেঞ্জ নিয়েছিল। প্ৰথম উইকেটে মায়াঙ্ক আগারওয়াল এবং কেএল রাহুল ৩১ তুলেছিলেন। ভারতের ওপেনিং পার্টনারশিপ ব্রেক করেন অলিভিয়ের। তিনি প্ৰথমেই ফেরান ফর্মে থাকা রাহুলকে।
আরও পড়ুন: কেরিয়ারের দ্বিতীয় শ্লথগতির ফিফটি কোহলির! ভারতের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত
কিছুক্ষণ পরে রাবাদার বলে দ্বিতীয় স্লিপে আইডেন মারক্রামের হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান মায়াঙ্ক। তৃতীয় উইকেটে ভারতকে টানে কোহলি-পূজারার ৬২ রানের পার্টনারশিপ। পূজারা হাফসেঞ্চুরির ঠিক আগে মার্কো জ্যানসেনের হাতে ক্যাচ তুলে বিদায় নেন।
এরপরে ভারতের ব্যাটিং ধস আর থামানো যায়নি। কোহলি একপ্রান্ত ধরে রেখে ধীরগতিতে ৭৯ করলেও ভারত স্কোরবোর্ডে ২২৩-এর বেশি তুলতে পারেনি। কোহলি মঙ্গলবার হাফসেঞ্চুরি করতে নিয়ে নিলেন ১৫৮ বল। এটাই তাঁর কেরিয়ারের দ্বিতীয় ধীরগতির হাফসেঞ্চুরি। এর আগে ১৭২ বলে সবথেকে শ্লথ হাফসেঞ্চুরি করেছিলেন কেরিয়ারের প্ৰথম পর্যায়ে।
তবে টি ব্রেকের আগে কোহলি ভাগ্যের সাহায্য পান। উইকেটকিপার কাইল ভারেইনের হাতে ক্যাচ তুলেছিলেন ডুয়ান অলিভিয়েরের বলে। আম্পায়ার প্রাথমিকভাবে নটআউট-ই দেন। তবে রিভিউয়েও ব্যাটে লাগার বিষয়টি স্পষ্ট না হওয়ায় বেঁচে যান তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে চার উইকেট দখল করেছেন রাবাদা। জ্যানসেনের শিকার তিন ভারতীয়।
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন