বেঙ্গালুরুতে জাতীয় দলের ক্যাম্প চলাকালীন একদিন আগেই করোনা টেস্টে পজিটিভ হয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। তিনি যে ছিটকে যাবেন, তা কার্যত নিশ্চিত ছিল। জানুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হতে চলা ওয়ানডে সিরিজের জন্য বাকি দলের সঙ্গে প্রোটিয়াজ সফরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন ওয়াশিংটন।
বুধবার ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসাবে জয়ন্ত যাদবের নাম ঘোষণা করে দিলেন বোর্ডের নির্বাচকরা। জয়ন্ত বর্তমানে টেস্ট স্কোয়াডে রয়েছেন। টেস্ট সিরিজ শেষ হলেই দেশে ফিরে আসতেন তিনি। তবে ওয়াশিংটনের করোনায় তাঁকে দক্ষিণ আফ্রিকায় থেকে যাওয়ার বার্তা দেওয়া হয়েছিল। তিনি ওয়ানডে স্কোয়াদেও এবার ঢুকে পড়লেন।
এদিকে, দ্বিতীয় টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মহম্মদ সিরাজ। তিনি তৃতীয় টেস্টে নামতে পারেননি। ওয়ানডে সিরিজেও তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এখনও পুরোপুরি ফিট না হয়ে ওঠায় সিরাজের ব্যাক আপ হিসাবে ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হল নভদীপ সাইনিকে।
ভারতের ওয়ানডে স্কোয়াড: কেএল রাহুল (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্থ, ঈশান কিষান, যুজবেন্দ্র চাহাল, আর অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জয়ন্ত যাদব, মহম্মদ সিরাজ