বুধবার প্ৰথম ওভারেই উইকেট পতন দেখেছিল কেপটাউন স্টেডিয়ামে। টেস্টের তৃতীয় দিনেও সেই ট্র্যাডিশন বজায় থাকল। তৃতীয় দিনের প্ৰথম ওভারেই চেতেশ্বর পূজারা আউট হয়ে ফিরে গেলেন।
প্রোটিয়াজদের ইনিংসে কিগান পিটারসেন লড়াকু ৭২ করে বিশেষজ্ঞদের বাহবা আদায় করে নিয়েছিলেন। তিনিই বৃহস্পতিবার অসাধারণ ক্যাচে ফিরিয়ে দিলেন পূজারাকে। সিরিজ নির্ধারক টেস্টে আয়োজক দেশকে রক্তের স্বাদ দিয়ে কিগান পিটারসেন উড়ন্ত বাজপাখির মত ক্যাচ তালুবন্দি করলেন।
আরও পড়ুন: ক্যাচ ফস্কালেন পূজারা, ৫ রান পেনাল্টি পেল প্রোটিয়াজরা! কীভাবে দেখুন ভিডিও
দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে পূজারা ৯ রানে অপরাজিত ছিলেন। তিনিই দিনের শুরুর ওভারে মার্কো জ্যানসেনের শর্ট বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরে যান। শরীর লক্ষ্য করে শর্ট বল করেছিলেন জ্যানসেন। তা প্রতিহত করতে গিয়েই ক্যাচ তুলে বসেন পূজারা।
এমনিতে সেই বল সোজা বাউন্ডারিতে আছড়ে পড়ত। তবে কিগান পিটারসেনের অন্য প্ল্যান ছিল। লেগ স্লিপে দাঁড়িয়ে ছিলেন তিনি। ডান দিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ক্যাচ তালুবন্দি করেন তিনি। কেএল রাহুলকে আউট করার পরে পূজারাকও ফিরিয়ে এভাবেই নিজের দ্বিতীয় শিকার করে যান জ্যানসেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত অবশ্য বেশ বেকায়দায়। পূজারা আউট হওয়ার পরে রাবাদার বলে সাজঘরে ফেরেন অজিঙ্কা রাহানে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে লিড ১০০ রান পেরোনোর আগেই টপ অর্ডারের চারজনকে হারিয়ে বসে ভারত। অধিনায়ক কোহলির সঙ্গে ক্রিজে ব্যাট করছেন আপাতত পন্থ।
আরও পড়ুন: জ্যানসেনের স্ট্যাম্প উড়িয়ে চোখেই জবাব! আগুনে দৃষ্টিতে বুমরা ফেরালেন জো’বার্গ-স্মৃতি, দেখুন ভিডিও
ভারত ফার্স্ট সেশনেই ৫৮/৪ হয়ে যাওয়ার পরে লাঞ্চ ব্রেকের আগে কোহলি (২৮), পন্থের (৫১) ব্যাটে ভর করে ভারত ১৩০/৪। দুজনে পঞ্চম উইকেটে ৭২ রান যোগ করে ফেলেছেন ইতিমধ্যেই।
ফার্স্ট ইনিংসে ভারত ১৩ রানের লিড নিয়েছিল। টসে জিতে প্ৰথমে ব্যাট করে ভারত ২২৩-এর বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি। দলের সর্বোচ্চ স্কোর ক্যাপ্টেন কোহলির ৭৯। রাবাদা একাই নেন চার উইকেট। মার্কো জ্যানসেন আউট করেন তিনজনকে।
জবাবে দক্ষিণ আফ্রিকা ২১০ রানে গুটিয়ে যায়। জসপ্রীত বুমরা পাঁচ উইকেট শিকার করেন। প্রোটিয়াজদের হয়ে সর্বোচ্চ স্কোরার কিগান পিটারসেন।
ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন