Advertisment

অশ্বিন-বুমরাদের নিয়ে ছেলেখেলা! জোড়া শতরানে প্ৰথম ODI-তে দাপট প্রোটিয়াজদের

টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে বড়সড় রান তুলল দক্ষিণ আফ্রিকা। জোড়া শতরান হাঁকালেন দুই তারকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টেস্ট বিপর্যয়ের রেশ এবার ওয়ানডেতেও জারি থাকল। প্ৰথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে প্ৰথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে বিশাল রান তুলল দক্ষিণ আফ্রিকা, ২৯৬/৪। জোড়া শতরান এল প্রোটিয়াজদের ব্যাট থেকে। অধিনায়ক তেম্বা বাভুমার পরে সেঞ্চুরিয়নের তালিকায় নাম লিখিয়ে ফেললেন রাসি ভ্যান ডার ডুসেনও। জয়ের জন্য ভারতের টার্গেট আপাতত ২৯৭।

Advertisment

ভারতের বোলারদের কার্যত পরিশ্রমের যাঁতাকলে পিষলেন প্রোটিয়াজ ব্যাটাররা। তেম্বা বাভুমা প্ৰথমে সেঞ্চুরি করার পরে ডুসেন শতরান করে যান মাত্র ৮৩ বলে। এটাই তাঁর কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

আরও পড়ুন: ক্যাপ্টেন রাহুলের টিম ইন্ডিয়ায় অভিষেক KKR তারকার! প্ৰথম ODI-র দলে একাধিক চমক

বোল্যান্ড পার্কের স্লো পিচে প্ৰথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা বেশ স্লো হয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকার ইনিংস আসল গতি পায় ডুসেনের হাত ধরে। নিজের শতরানে জোড়া ওভার বাউন্ডারি সমেত আটটা বাউন্ডারিও হাঁকান।

১৮ ওভারের মধ্যে দক্ষিণ আফ্রিকা ৬৮/৩ হয়ে গিয়ে বিপদে পড়ে গিয়েছিল। ডিকককে অশ্বিন ফেরানোর পরে জানেমান মালান এবং মারক্রামকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরা। তারপরে প্রোটিয়াজদের দাপট। প্রোটিয়াজদের ইনিংসের ত্রাতা হয়ে দাঁড়ান বাভুমা-ডুসেন। মিডল ওভারে চাহাল-অশ্বিনদের স্পিন কার্যত কোনও কাজেই আসেনি। দুজনে চতুর্থ উইকেটে ২০০ প্লাস স্কোর করে দক্ষিণ আফ্রিকার বড় রান গড়া নিশ্চিত করে যান। ভারতীয় বোলারদের একদম সাধারণ বানিয়ে দেন দুজনে।

যাইহোক, ভারতের বিরুদ্ধে পঞ্চম প্রোটিয়াজ ক্যাপ্টেন হিসাবে ওয়ানডেতে শতরান করার কীর্তি অর্জন করেন তেম্বা বাভুমা। এর আগে এই কীর্তি ছিল এবি ডিভিলিয়ার্স, গ্রেম স্মিথ, জ্যাক ক্যালিস এবং ফাফ ডুপ্লেসিস।

ভারতের প্ৰথম একাদশ:
কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

South Africa Indian Cricket Team
Advertisment